পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliachak Murder: মালদায় ধর্ষণের পর খুন হওয়া কিশোরীর বাড়িতে কংগ্রেসের কৌস্তভ - প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি

মালদায় এক কিশোরীরে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে ৷ শুক্রবার ওই কিশোরীর বাড়িতে যান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি ৷ তবে নির্যাতিতার পরিবারের সদস্যরা থানায় থাকায় তাঁদের সঙ্গে দেখা করতে পারেননি ৷

Kaliachak Murder
Kaliachak Murder

By

Published : Apr 28, 2023, 6:06 PM IST

Updated : Apr 28, 2023, 6:54 PM IST

মালদায় ধর্ষণের পর খুন হওয়া কিশোরীর বাড়িতে কংগ্রেসের কৌস্তভ

মালদা, 28 এপ্রিল: বিজেপির পর কংগ্রেস ৷ কালিয়াচকে ধর্ষণের পর খুন হওয়া পুরাতন মালদার কিশোরীকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানি এখনও অব্যাহত ৷ গতকাল ওই কিশোরীর বাড়িতে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ৷ শুক্রবার ওই কিশোরীর বাড়িতে হাজির হন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি ৷

তবে তনুজাদেবীর মতো তিনিও ওই কিশোরীর পরিবারের কারও সঙ্গে দেখা করতে পারেননি ৷ অন্যান্য দিনের মতো আজ সকালেও তাঁদের থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ ৷ পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, পুরো ঘটনা জানতে আজ তিনি কালিয়াচক থানার আইসির সঙ্গেও দেখা করতে পারেন ৷

এদিন স্থানীয় কিছু কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে পুরাতন মালদার নিহত কিশোরীর বাড়িতে যান কৌস্তভ ৷ আজও ওই বাড়িতে পুলিশি প্রহরা ছিল ৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের আসার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে মালদা থানা থেকে আরও কয়েকজন পুলিশকর্মী চলে আসেন ৷ কিশোরীর পরিবারের কাউকে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গেই কথা বলেন কৌস্তভ ৷

সেখান থেকে বেরোনোর সময় তিনি বলেন, “কালিয়াগঞ্জ ও কালিয়াচকের ঘটনা নিয়ে গত পরশু প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে ৷ সেই দলে আমিও ছিলাম ৷ তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি মালদায় এসে এই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করব ৷ এসে শুনতে পাচ্ছি, পুলিশ নাকি কিশোরীর পরিবারকে জানিয়েছে, এই ঘটনায় আটজন জড়িত ছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত একজনের বেশি গ্রেফতার হয়নি ৷ আরও একটি জানতে পারলাম, পুলিশ প্রতিদিন সকালে এই কিশোরীর পরিবারকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, রাতে ছাড়ছে ৷ এটা কেন হবে ?”

কলকাতা হাইকোর্টের এই আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনও ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষিতা কিংবা তাঁর পরিবারের সদস্যদের পুলিশ এভাবে হেনস্তা করতে পারে না ৷ আদালতের নানা প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের বাড়িতেই রাখতে হবে ৷ সেখানে যথাযথ পুলিশি নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে ৷ পুলিশের প্রয়োজনে পুলিশকেই তাঁদের কাছে আসতে হবে ৷

তিনি আরও বলেন, ‘‘এঁরা গরিব মানুষ৷ খেটে খান ৷ তাঁদের কাজকর্ম রয়েছে ৷ তাঁদের সারাদিন থানায় বসিয়ে রাখা কোনও কাজের কথা নয় ৷ এখানে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু কোনও বন্দুকধারী নিয়োগ করা হয়নি ৷ আমি পরিবারের ফোন নম্বর সংগ্রহ করেছি ৷ তাঁদের সঙ্গে কথা বলে আগামীতে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা করতে পারি ৷’’ অভিযোগকারীদের পুলিশ কেন এখনও পর্যন্ত এফআইআর কপি দেয়নি, সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷

আরও পড়ুন:ধর্ষণ নয়, গণধর্ষণের শিকার কালিয়াচকের কিশোরী; নির্যাতিতের বাড়ি গিয়ে দাবি বিজেপি নেত্রীর

Last Updated : Apr 28, 2023, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details