পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganga Erosion: গঙ্গার ভাঙন রোধ নিয়ে রাজ্যের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেস সাংসদের - কংগ্রেস

Congress MP on Ganga Erosion: গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন দক্ষিণ মালদার সাংসদ কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী ৷ তবে তিনি এই ইস্যুতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন ৷ ফলে রাজনৈতিক মহলে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে ৷

Ganga Erosion
Ganga Erosion

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 4:14 PM IST

মালদা, 8 সেপ্টেম্বর: গঙ্গার ভাঙন অব্যাহত মালদায় ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালু মিয়াঁ) ৷ তবে তিনি ভাঙন নিয়ে কার্যত রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তৃণমূল ও কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের অংশীদার বলেই কি ডালু মিয়াঁর এই অবস্থান ?

ডালু মিয়াঁ বলছেন, “গঙ্গা ভাঙন মালদা জেলার একটা বিশাল সমস্যা ৷ দেশের ক্ষমতায় থাকাকালীন নদী ভাঙন নিয়ে আমরা কিছু আইন করেছিলাম ৷ সেই আইনগুলি বদলে দেওয়া হয়েছে ৷ আগে ঠিক ছিল, ফরাক্কা ব্যারেজ থেকে আপ স্ট্রিমে 60 কিলোমিটার আর ডাউন স্ট্রিমে ও 20 কিলোমিটার দেখবে কেন্দ্রীয় সরকার ৷ আইন বদলে এখন বলা হচ্ছে, ব্যারেজের আপ ও ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার করে এলাকা কেন্দ্রীয় সরকার দেখবে ৷ বাকি অংশ দেখবে রাজ্য সরকার ৷ কিন্তু রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই ৷ টাকা কিংবা পরিকাঠামো, কোনওটাই নেই ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি একাধিকবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছি, কেন্দ্র যদি গঙ্গার ভাঙন রোধে কোনও ব্যবস্থা না নেয়, তবে মালদার অস্তিত্ব থাকবে না ৷ কিন্তু তার কোনও জবাব আমি পাইনি ৷ আমরা যদি ক্ষমতায় আসি, তবে আগে যেভাবে ভাঙন সমস্যার সমাধান করছিলাম, সেভাবেই কাজ করা হবে ৷ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন আমি এই কাজের জন্য 40 কোটি টাকা এনে দাঁড়িয়ে থেকে ভাঙন রোধের কাজ করিয়েছিলাম ৷ এখন কেন কাজ হচ্ছে না, আমাদের সেটাই প্রশ্ন৷ কেন্দ্রের মাধ্যমে ভাঙন রোধের কাজ হলে মালদা রক্ষে পাবে ৷ নইলে উপায় নেই ৷”

যদিও মালদার রতুয়া-1 ব্লকের মহানন্দটোলায় এখনও অল্পবিস্তর ভাঙন চলছে নদীর ৷ তবে ভাঙনের ভয়াবহতা খানিকটা কমলেও মানুষের আতঙ্ক কমেনি ৷ আজও কান্তটোলা গ্রামে ঘর ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা ৷ তাঁরা জানাচ্ছেন, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলেও তাঁদের নিয়ে রাজনীতি চলবেই ৷ তাঁরা ভাঙন রোধের প্রতিশ্রুতি পাবেন ৷ কিন্তু গঙ্গা বাঁধার কাজ হবে না ৷ এনিয়ে রাজ্য ও কেন্দ্র একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলতেই থাকবে ৷ অন্যান্য দলগুলিও এই ইস্যু নিয়ে ভোটের রাজনীতি করবে ৷

এদিকে গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে কার্যত রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে ডালুবাবু কেন্দ্রীয় সরকারকে তোপ দাগায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ‘ইন্ডিয়া’ জোটের কথা ভেবেই দক্ষিণ মালদার সাংসদ কৌশলে তৃণমূলকে সমর্থন করলেন ? যদিও প্রবীণ এই রাজনীতিবিদের মন্তব্যে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চাইছে না জেলা তৃণমূল ৷

আরও পড়ুন:গঙ্গার ভাঙনে ঘর হারিয়ে সরকারি খাস জমির দাবি দুর্গতদের

শাসকদলের জেলাস্তরের এক শীর্ষ নেতা বলেন, “ডালুবাবু মালদার মানুষ ৷ গঙ্গা ভাঙনের বিষয়টি জানেন, বোঝেন ৷ তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া গঙ্গা ভাঙন রোধের উপায় নেই ৷ ঠিক এই কথাটাই বারবার বলে আসছে রাজ্য সরকার ৷ কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রাজনীতির জন্য মানুষকে বলি দিতেও দ্বিধা করে না ৷”

ABOUT THE AUTHOR

...view details