মালদা, 8 সেপ্টেম্বর: গঙ্গার ভাঙন অব্যাহত মালদায় ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর (ডালু মিয়াঁ) ৷ তবে তিনি ভাঙন নিয়ে কার্যত রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছেন ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তৃণমূল ও কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের অংশীদার বলেই কি ডালু মিয়াঁর এই অবস্থান ?
ডালু মিয়াঁ বলছেন, “গঙ্গা ভাঙন মালদা জেলার একটা বিশাল সমস্যা ৷ দেশের ক্ষমতায় থাকাকালীন নদী ভাঙন নিয়ে আমরা কিছু আইন করেছিলাম ৷ সেই আইনগুলি বদলে দেওয়া হয়েছে ৷ আগে ঠিক ছিল, ফরাক্কা ব্যারেজ থেকে আপ স্ট্রিমে 60 কিলোমিটার আর ডাউন স্ট্রিমে ও 20 কিলোমিটার দেখবে কেন্দ্রীয় সরকার ৷ আইন বদলে এখন বলা হচ্ছে, ব্যারেজের আপ ও ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার করে এলাকা কেন্দ্রীয় সরকার দেখবে ৷ বাকি অংশ দেখবে রাজ্য সরকার ৷ কিন্তু রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই ৷ টাকা কিংবা পরিকাঠামো, কোনওটাই নেই ৷’’
তিনি আরও বলেন, ‘‘আমি একাধিকবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছি, কেন্দ্র যদি গঙ্গার ভাঙন রোধে কোনও ব্যবস্থা না নেয়, তবে মালদার অস্তিত্ব থাকবে না ৷ কিন্তু তার কোনও জবাব আমি পাইনি ৷ আমরা যদি ক্ষমতায় আসি, তবে আগে যেভাবে ভাঙন সমস্যার সমাধান করছিলাম, সেভাবেই কাজ করা হবে ৷ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন আমি এই কাজের জন্য 40 কোটি টাকা এনে দাঁড়িয়ে থেকে ভাঙন রোধের কাজ করিয়েছিলাম ৷ এখন কেন কাজ হচ্ছে না, আমাদের সেটাই প্রশ্ন৷ কেন্দ্রের মাধ্যমে ভাঙন রোধের কাজ হলে মালদা রক্ষে পাবে ৷ নইলে উপায় নেই ৷”