মালদা, 28 অগাস্ট : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিরুদ্ধে আন্দোলনে নামল মালদা জেলা কংগ্রেস । 14 দফা দাবি নিয়ে মঙ্গলবার উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেয় জেলা কংগ্রেস নেতৃত্ব । বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম, দলের সাধারণ সম্পাদক কালীসাধন রায়, ছাত্র পরিষদ নেতা আসিফ শেখ, বাবুলব শেখ প্রমুখ ।
এই বিক্ষোভ প্রসঙ্গে মোস্তাক আলম বলেন, " আজ আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে 14 দফা দাবি নিয়ে এসেছি । এই বিশ্ববিদ্যালয়ের অধীনে 23টি কলেজ রয়েছে । দেড় লক্ষ ছাত্র ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন । তাঁদের ভবিষ্যৎ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিনিমিনি খেলছে । দুর্নীতির জন্য যাদের বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর পুলিশে অভিযোগ দায়ের করতে বলছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থের বিনিময়ে তাদের আবার নিয়োগ করা হচ্ছে । "