পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় কংগ্রেসের জেলা বৈঠকে জাভেদ খান - মালদায় কংগ্রেসের জেলা বৈঠক

একুশের বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক মালদার পর্যবেক্ষক জাভেদ খানের ৷

congress mp Jawed Khan
মালদায় কংগ্রেসের জেলা বৈঠকে জাভেদ খান

By

Published : Jan 13, 2021, 9:21 PM IST

মালদা, 13 জানুয়ারি : একুশের ভোটের আগে নিজেদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এলেন কংগ্রেসের সাংসদ তথা জেলার পর্যবেক্ষক জাভেদ খান ৷ দলের নির্বাচনী কৌশল ঠিক করতে আজ তিনি কোতওয়ালিতে খান চৌধুরিদের বাসভবনে একটি রূদ্ধদ্বার বৈঠকও করেন ৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি, বিধায়ক ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার সহ দলের অন্যান্য নেতৃত্ব ৷ তবে বিজেপি ও তৃণমূলকে রুখতে এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি ৷

জাভেদ খান বলেন,"আসন্ন নির্বাচনে কী কৌশল নেওয়া হবে তা মূলত রাজ্য ও জেলা নেতৃত্বই ঠিক করবে ৷ রাজ্য ও জেলার মানুষের স্বার্থে যা করা যায়, সেটাই করা হবে৷ একটা কথা বলতে পারি, পশ্চিম বাংলায় বিজেপি কোনও ফ্যাক্টর নয় ৷ ওটা একটা তামাশা ৷ দু’তিন মাসের মধ্যে মানুষই ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দেবে ৷ বিজেপি এখন মিডিয়াকে পরিচালনা করছে ৷ ছোট ছোট ঘটনা বড় করে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে ৷ মানুষ যাতে হতভম্ব হয়ে পড়ে, তার জন্যই এই ছক ৷ এই রাজ্যের নির্বাচনে আমরা বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়ব ৷ সেই জোটের ধরণ কী হবে, সেটা দলের জেলা ও রাজ্য কমিটিই ঠিক করবে ৷ বাংলার মানুষের স্বার্থেই এই জোট গঠন করা হবে ৷ সুতরাং মানুষের স্বার্থের কথা ভেবেই জোটের শর্ত প্রযোজ্য হবে ৷"

তিনি আরও বলেন,"এই রাজ্যে একমাত্র কংগ্রেসই বিকল্প শক্তি ৷ গত 45 বছর ধরে আমরা এই রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা মেটানোর চেষ্টা করে যাচ্ছি ৷ মানুষের স্বার্থে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি ৷ এবার সুযোগ এসেছে ৷ এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যারা মানুষের কথা ভাবে না ৷ অন্যদিকে এমন একটি দল এখানে জমি পাওয়ার চেষ্টা করছে, যারা পুরোপুরি মিথ্যার উপর নির্ভরশীল ৷ তাই বাংলার মানুষ কংগ্রেসের দিকে আসতে চাইছে ৷ মালদা আমাদের পুরোনো গড় ৷ এবারও আমরা এই জেলার প্রতিটি আসন জেতার চেষ্টা করব ৷"

মালদায় কংগ্রেসের জেলা বৈঠকে জাভেদ খান

আরও পড়ুন : একুশের নির্বাচন প্রচারে চিটফান্ড অন্যতম ইশু কংগ্রেসের

এদিনের বৈঠক নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ৷ মুখ বন্ধ রেখেছেন দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরিও ৷

ABOUT THE AUTHOR

...view details