মালদা, 28 সেপ্টেম্বর:প্রমাণ মিলেছিল আগেই ৷ তবে বেআইনি মাদক চক্রের সঙ্গে মহিলারা কতটা জড়িয়ে, তা হদিশ করতে পারছে না মালদার পুলিশ ৷ জেলা পুলিশের দাবি, বর্তমানে অনেক মহিলাই এই কারবারে জড়িয়ে পড়েছেন ৷ তাঁদের কেউ সরাসরি ক্যারিয়ারের কাজ করেন, কেউ বা পেডলার হিসাবে গ্রাহকদের কাছে মাদক পৌঁছে দেন ৷ এই কারবারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াও জড়িয়ে পড়েছেন বলে জানতে পেরেছে পুলিশ ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশের চিন্তা বেড়েছে ৷ তদন্তও চলছে জোরকদমে ৷ যদিও এ নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলতে চাননি মালদা জেলা পুলিশের কোনও কর্তা ৷
এরই মধ্যে মালদায় পুলিশের হাতে ধরা পড়েছেন 45 বছর বয়সের এক মহিলা মাদক পাচারকারী ৷ নাম লাভলি বেওয়া ৷ বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের মীর্জাপুর গ্রামে ৷ মঙ্গলবার গভীর রাতে মাদক নিয়ে তিনি জালালপুর-জালুয়াবাথাল রাজ্য সড়কের সৈয়দপুরে একটি পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়েছিলেন ৷ অত রাতে এক মহিলাকে একা সেখানে থাকতে দেখে সন্দেহ হয় রাতে টহলদারিতে থাকা পুলিশকর্মীদের ৷ তাঁরা লাভলিকে জিজ্ঞাসাবাদ করেন ৷ তাঁর কথাবার্তায় পুলিশকর্মীদের সন্দেহ হয় ৷ তাঁরা লাভলির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান ৷ তখনই বেরিয়ে আসে মাদকের প্যাকেট ৷
লাভলিকে নিয়ে যাওয়া হয় কালিয়াচক থানায় ৷ ওই প্যাকেটে পাওয়া গিয়েছে 520 গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার ৷ যার আনুমানিক বাজারমূল্য 20 লক্ষ টাকা ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারকের নির্দেশে আপাতত সাতদিনের পুলিশি হেফাজতে লাভলি ৷ তাঁকে জেরা করে মহিলা মাদক পাচারকারীদের সম্পর্কে বিশদ তথ্য তোলার চেষ্টা করছে পুলিশ ৷ তিনি কোথায় থেকে এই মাদক এনেছিলেন, কাকে দিতেন, এসব জানতেও তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ যদিও কালিয়াচক থানার বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতভর জেরা করা হলেও এখনও পর্যন্ত তেমন কিছু তথ্য দেননি লাভলি ৷ আজ তাঁকে জেরা করতে পারেন মালদা মহকুমা পুলিশ আধিকারিক সম্ভব জৈন ৷
আরও পড়ুন:হাওড়া স্টেশন থেকে উদ্ধার 20 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার মহিলা পাচারকারী
জানা গিয়েছে, বেআইনি মাদক ব্যবসায় জড়িত সন্দেহে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর পুলিশ নজরদারি শুরু করেছে ৷ যদিও ওই ছাত্রীরা কোথায় পড়েন, তা এখনও গোপন রাখা হয়েছে ৷ পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানাচ্ছেন, গোটা বছর মাদকের ব্যবসা চললেও উৎসব মরশুমে তার চাহিদা অনেকটা বেড়ে যায় ৷ তাই পুজো মরশুমের মুখে তাঁরাও চারদিকে সতর্ক দৃষ্টি রাখছেন ৷ মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এ বিষয়ে কিছু বলতে চাননি ৷ তিনি শুধু জানান, "কালিয়াচকের সৈয়দপুর থেকে 520 গ্রাম ব্রাউন সুগার-সহ এক মহিলা কারবারীকে গ্রেফতার করা হয়েছে ৷ বাড়ি জালুয়াবাথালের মীর্জাপুরে ৷ তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ৷ আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"