পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coaching for Entrance Exams: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায় - নিট প্রবেশিকা পরীক্ষা

মাধ্যমিক (MP) ও উচ্চমাধ্যমিকে (HS) কলকাতাকে বেশ কয়েক বছর ধরেই পিছনে ফেলেছে জেলা ৷ মেধা তালিকার ভিত্তিতে উত্তরবঙ্গও এখন আর খুব একটা পিছিয়ে নেই ৷ এবার শিক্ষাক্ষেত্রে মালদার মাথায় নতুন পালক জুড়ল ৷ উত্তরবঙ্গের (North Bengal) যে কোনও স্কুলের তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বিনামূল্যে জয়েন্ট এন্ট্রাস কিংবা নিট প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারবে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল থেকে ৷ এর জন্য শনিবার ওই স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া ৷

Coaching for Entrance Exams
উত্তরবঙ্গের ছেলেমেয়েদের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

By

Published : Nov 12, 2022, 4:44 PM IST

মালদা, 12 নভেম্বর: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য চালু হল ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং ৷ আর সেজন্য মালদার সাহাপুর হাইস্কুলকে বেছে নিল অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ চালু হল স্মার্ট ক্লাসরুম ৷ তফশিলি জাতি (SC), উপজাতি (ST)ও অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য আগেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ এতদিন সেই সুযোগ কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পড়ুয়াদের জন্যই বরাদ্দ ছিল ৷ কিন্তু চলতি বছর উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্যও সেই দরজা খুলে দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট দফতরের তরফে এবার নদিয়া ও বর্ধমানের সঙ্গে মালদাতেও স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ক্লাসরুমে প্রশিক্ষণ দিতে আসবেন নামী প্রশিক্ষকরা ৷ যারা স্কুলের কাছাকাছি থাকে, তারা ইচ্ছে করলে ক্লাসরুমে এসে প্রশিক্ষণ নিতে পারে ৷ একইসঙ্গে এই প্রশিক্ষণ অনলাইনেও দেওয়া হবে ৷ প্রতি শনি ও রবিবার এই ক্লাস হবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জায়গার ছেলেমেয়েরা সেই সুযোগ নিতে পারে ৷ তার জন্য তাদের শুধু নিজেদের নাম নথিভুক্ত করতে হবে ৷

বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

এদিন ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে জেলাশাসক বলেন, "এই ব্যবস্থার জন্য মালদার একটি স্কুলকে যে বেছে নেওয়া হবে, তা আশা করিনি ৷ অনগ্রসর উন্নয়ন দফতর এখানকার ছেলেমেয়েদের জন্যও সেই সুযোগ এনে দিয়েছে ৷" ক্লাসরুমের উদ্বোধন করে জেলাশাসক বলেন, "অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সহায়তায় আজ পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল ৷ মূলত এসসি, এসটি ও ওবিসি শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে ৷"

বিনামূল্যে জয়েন্ট এন্ট্রাস কিংবা নিট প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারবে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল থেকে

আরও পড়ুন:স্কুলেই মুদির দোকান শিক্ষক দম্পতির ! তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ

তিনি আরও বলেন. " এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা জেইই , ওয়েস্ট বেঙ্গল জেইই (WBJEE) এবং নিট (NEET) পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং নিতে পারবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জেলার পড়ুয়ারা এই সুযোগ নিতে পারে ৷ মালদার একটি স্কুলকে এর জন্য বেছে নেওয়ায় আমি খুব খুশি ৷ সাহাপুর হাইস্কুলের পরিকাঠামোও ভীষণ উন্নত ৷ এই স্কুলের পরিবেশও ভালো, ও পঠনপাঠনের উপযোগী ৷"

ABOUT THE AUTHOR

...view details