পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Administrative Meeting Preview: মালদায় প্রশাসনিক সভা, 500 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী - Administrative Head Mamata Banerjee

নজরে পঞ্চায়েত ভোট ৷ আজ মালদায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সভা থেকে গৌড়বঙ্গের জন্য 500 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister) ৷

Mamata Banerjee meeting
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা

By

Published : Jan 31, 2023, 12:31 PM IST

মালদা, 31 জানুয়ারি: সকাল থেকেই গৌড়বঙ্গের তিন জেলা যেন মিলেছে মালদার গাজোলে ৷ এখানেই আজ তিন জেলার প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Administrative Head Mamata Banerjee) ৷ সকাল হতে না হতেই সভায় আসতে শুরু করেছেন মানুষজন ৷ আসছেন তৃণমূলের নেতা-কর্মী, এমনকী তিন জেলার পড়ুয়ারাও ৷ তাদের হাতেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister) ৷

প্রশাসনিক সভাকে ঘিরে ব্যবসায়ীদের আশা: এত মানুষের সমাগমে দিনভর ব্যবসা চালিয়ে ভালো লাভের আশায় ব্যবসায়ীরা ৷ ভোর থেকে সভাস্থলের খানিক দূরে অস্থায়ী দোকান খুলে বসেছেন অনেকেই ৷ বিশেষত খাবার দোকানগুলি চলছে রমরমিয়ে ৷ প্রশাসনের তরফে আযোজন সম্পূর্ণ ৷ তিনটি বিশাল হ্যাঙ্গার তৈরি করা হয়েছে ৷ প্রশাসনের বক্তব্য, তিনটি হ্যাঙ্গারে অন্তত 40 হাজার মানুষ বসতে পারবেন ৷ যদিও প্রশাসনেরই একটি মহল বলছে, আজকের সভায় তিন জেলা থেকে অন্তত 50 হাজার উপভোক্তা মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হবেন ৷ সেক্ষেত্রে বাড়তি মানুষজনকে জায়গা কোথায় দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে (CM Administrative Meeting Preview) ৷

মানুষের সমাগম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায়

মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস: আজকের সভা থেকে তিন জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ৷ তার মোট ব্যয়বরাদ্দের পরিমাণ 500 কোটি টাকারও বেশি ৷ এর মধ্যে শুধুমাত্র মালদার জন্য বরাদ্দ 300 কোটির বেশি ৷ এর মধ্যে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দু'টি হস্টেলের উদ্বোধন, মালদা মেডিক্যালে গুরুত্বপূর্ণ লিন্যাক মেশিনের উদ্বোধন, মালদা জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের নিজস্ব কোল্ড স্টোরেজের মতো বড় প্রকল্পের উদ্বোধনও ৷ এছাড়াও একাধিক রাস্তা, সেতুরও উদ্বোধন করবেন তিনি ৷

একাধিক ঘোষণা করতে পারেন মমতা:প্রশাসনিক মহলের ধারণা, আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ নির্মাণের ঘোষণা করতে পারেন ৷ এছাড়াও মালদা ও বালুরঘাট বিমানবন্দরের জমি সমস্যা সমাধানে বার্তা দিতে পারেন তিনি ৷ তাঁর মুখে উঠে আসতে পারে রায়গঞ্জের কর্ণজোড়ায় স্পিনিং মিলের পুনরুজ্জীবনের বিষয়টিও ৷ রাজনৈতিক মহলের অনুমান, পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মন টানতে মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে আরও নতুন কিছু ঘোষণা করতে পারেন ৷ তার মধ্যে গাজোল ও চাঁচল পৌরসভা গঠনের বিষয়টি থাকবে কি না, তার দিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী (CM Administrative Meeting in Malda) ৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40

ABOUT THE AUTHOR

...view details