মালদা, 6 ডিসেম্বর: প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata banerjee reaches malda for administrative review meeting)। সোমবার সন্ধে 7টা নাগাদ এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেসে করে তিনি মালদা টাউন স্টেশনে নামেন। তাঁর সঙ্গে এসেছেন বিভিন্ন দফতরের শীর্ষ আমলারা। স্টেশন থেকে এদিন মুখ্যমন্ত্রী সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে থাকা সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে । এখানেই তিনদিন থাকবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের জন্য এদিন স্টেশন থেকে মহানন্দা ভবন পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তায় ৷ মহানন্দা ভবনে চত্বরেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে হয়েছে ৷
নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী সড়কপথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ার অডিটোরিয়ামে উদ্দেশে রওনা দেবেন। দুপুর একটায় সেখানে তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক সারবেন ৷ বৈঠক সেরে তিনি মালদায় ফিরে আসবেন। মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন তিনি। পরদিন অর্থাৎ বুধবার দুপুর একটায় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে তিনি এই জেলার প্রশাসনিক বৈঠক সারবেন। সেখান থেকেই সেদিন সড়কপথে তাঁর বহরমপুর চলে যাওয়ার কথা।