পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষা উৎসবের জন্য ক্লাস বন্ধের নির্দেশ এসআইয়ের, মিড ডে মিল থেকে বঞ্চিত হাজারও পড়ুয়া - Education festival

Controversy over Education Festival in Malda: শিক্ষা উৎসবের জন্য নিজের সিদ্ধান্তে সার্কেলের সব স্কুলের ক্লাস সাসপেন্ডের নির্দেশ এসআইয়ের ৷ তাঁর নির্দেশিকার জেরে মিড ডে মিল থেকে বঞ্চিত হাজার ছয়েক পড়ুয়া ৷ ঘটনায় সমালোচনার ঝড় বিভিন্নমহলে ৷

Education festival
শিক্ষা উৎসব

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 11:44 AM IST

মালদা, 21 ডিসেম্বর: সার্কেলে হবে শিক্ষা উৎসব ৷ প্রাথমিকের পড়ুয়ারা সেই উৎসবে অংশ নেবে ৷ তাই কোনও সরকারি নির্দেশ না থাকা সত্ত্বেও নিজের ইচ্ছেয় সার্কেলের সব স্কুলে পঠনপাঠন স্থগিত করে শিক্ষকদের উৎসবে হাজির থাকার নির্দেশ দিয়েছেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস ৷ তাঁর এই নির্দেশিকার জেরে বুধবার মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত থাকল হাজার ছয়েক শিশু ৷ এই পদক্ষেপ নিয়ে এসআইয়ের সাফাই, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয় ৷ যদিও তাঁর এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে প্রশাসনিক মহলে ৷ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন সাফ জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবে ওই এসআইয়ের ৷ গোটা ঘটনায় এসআইয়ের বিরুদ্ধে পুরাতন মালদার বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন বেশ কিছু অভিভাবক ৷

মালদা সার্কেলে রয়েছে মোট 59টি প্রাথমিক স্কুল ৷ এই সার্কেলের বেশিরভাগ এলাকাই আদিবাসী কিংবা রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত ৷ মূলত গরিব মানুষজনের বসবাস ৷ ছেলেমেয়েদের শিক্ষিত করতে সরকারি স্কুলের উপরেই তাঁরা ভরসা করেন ৷ বুধবার ছিল ওই সার্কেলের টিচিং লার্নিং মেটেরিয়াল প্রতিযোগিতা ৷ এককথায় শিক্ষা উৎসব ৷ সাহাপুর হাইস্কুল মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছিল ৷ সার্কেলের 59টি স্কুলই উৎসবে অংশ নেয় ৷ এই উৎসবের জন্য সম্প্রতি এসআই স্কুলগুলির হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা পাঠান, টিএলএম মেলা দেখার জন্য সার্কেলের সমস্ত শিক্ষককে অবশ্যই আসতে হবে ৷ তার জন্য ক্লাস সাসপেন্ড রাখতে হবে ৷ প্রতিটি স্কুল থেকে অন্তত 10 জন করে পড়ুয়াকে উৎসবে নিয়ে আসতে হবে ৷

এই নির্দেশিকার জেরেই এ দিন সার্কেলের সমস্ত স্কুল বন্ধ ছিল ৷ কোথাও পঠনপাঠন কিংবা মিড ডে মিল তৈরি হয়নি ৷ কোনও খুদে পড়ুয়া খাবার পায়নি ৷ এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগপত্রে বেশ কিছু পড়ুয়ার অভিভাবকরা জানিয়েছেন, তাঁরা ভীষণ গরিব ৷ তাঁদের ছেলেমেয়েরা মিড ডি মিলের খাবার খেয়েই দুপুরে পেট ভরায় ৷ কিন্তু এ দিন তাঁদের ছেলেমেয়েরা স্কুলে এসে ঘুরে যায় ৷ স্কুল বন্ধ থাকায় তারা মিড ডে মিলের খাবার পায়নি ৷ তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, এ দিন এই চক্রের কোনও স্কুলেই মিড ডে মিলের খাবার দেওয়া হয়নি ৷ অথচ এ দিন কোনও সরকারি ছুটি ছিল না ৷ এসআই নিজের সিদ্ধান্তে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ এর জন্য তাঁরা এসআইয়ের শাস্তি দাবি করছেন ৷

দুপুর 12টায় একাই বসে ছিলেন মুচিয়া মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পল্লব মিশ্র ৷ পড়ুয়াদের দেখা নেই কেন? প্রশ্ন করলে জানালেন, "আজ সাহাপুর হাইস্কুলে টিএলএম মেলা রয়েছে ৷ এসআইয়ের নির্দেশে আজ ক্লাস সাসপেন্ড রয়েছে ৷ বাকি শিক্ষকরা সেখানে গিয়েছেন ৷ আজ স্কুলে মিড ডি মিলের খাবারও তৈরি হয়নি ৷ তাই পড়ুয়ার দেখা নেই ৷"

এ নিয়ে প্রশ্ন করা হলে মালদা সার্কেলের এসআই ভরত ঘোষ বলেন, "আজ যেহেতু মালদা সার্কেলের তরফে এই টিএলএম আয়োজন করা হচ্ছে, তাই প্রতিটি স্কুলের সব শিক্ষককেও আমরা এখানে থাকতে বলেছি ৷ কারণ, এখানে বিভিন্ন স্কুলের টিএলএম দেখে তাঁরা নিজেদের স্কুলে প্রয়োগ করতে পারবেন ৷ তাই আজ সমস্ত স্কুলের ক্লাস সাসপেন্ড করা হয়েছে ৷ পড়ুয়াদেরও এখানে আসতে বলা হয়েছে ৷ শিক্ষার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ শিক্ষার উদ্দেশ্যে কিছু কাজ করতে গেলে কিছু ত্যাগ করতেই হবে ৷ সেটা মিড ডে মিলও হতে পারে ৷"

যদিও ভরতের বক্তব্যকে সমর্থন করেননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন ৷ তিনি বলেন, "আজ সরকারিভাবে কোনও ছুটির নির্দেশিকা নেই ৷ কোনও স্কুলকে সেই নির্দেশিকা পাঠানো হয়নি ৷ মালদা সার্কেলের 59টি স্কুলে ক্লাস সাসপেনশন করার দায়িত্ব সম্পূর্ণভাবে ওই সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলসের ৷ বিষয়টি আমরা খতিয়ে দেখছি ৷" একই বক্তব্য পুরাতন মালদার বিডিও সেঁজুতি পাল মাইতির ৷ তিনিও জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে, উত্তেজনা দেগঙ্গায়
  2. স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির, শোরগোল বারাসতে
  3. 6 শিক্ষককে শো-কজ করে হুমকির মুখে স্কুল পরিদর্শক

ABOUT THE AUTHOR

...view details