মালদা, 20 মার্চ: 37 জন ছাত্রীর জন্য বরাদ্দ একজন মাত্র শিক্ষক ৷ অসুস্থতার জন্য শনিবার তিনি আসতে পারেননি স্কুলে ৷ আর সে সুযোগেই ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা ৷ শিক্ষক অনুপস্থিতির সুযোগ নিয়ে স্কুলে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে গণধর্ষণ করল বহিরাগত একাধিক যুবক (Class six girl gangraped by outsiders in classroom in Malda) ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ (Police arrests three accused) ৷ জেলা আদালতের নির্দেশে সোমবার ধৃতদের 10 দিনের হেফাজতেও নিয়েছে পুলিশ ৷
বর্বরোচিত এই ঘটনার সাক্ষী থেকেছে গাজোলের এক জুনিয়র হাইস্কুল ৷ অভিযোগ গত কয়েকদিনের মত শনিবারও অসুস্থতার কারণে স্কুলে হাজির থাকতে পারেননি একমাত্র শিক্ষক ৷ ফলত স্কুলে এদিন উপস্থিতির হারও ছিল বেশ কম ৷ পঠনপাঠন না-হওয়ায় মিড-ডে মিল খেয়েই বাড়ি চলে যায় ছাত্রীরা ৷ রয়ে গিয়েছিল লালসার শিকার হওয়া ওই নাবালিকা পড়ুয়া এবং তার এক বান্ধবী ৷ এমন সময় স্কুলে ঢোকে বহিরাগত তিন যুবক ৷ দুই ছাত্রীকেই তারা টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন কোনওমতে পালিয়ে যায় ৷ অন্যজন পালাতে না-পারায় তিন যুবকের লালসার শিকার হতে হয় তাকে ৷
পালিয়ে যাওয়া ছাত্রীটি নির্যাতিতার বাড়ি গিয়ে সমস্ত কথা জানালে তৎক্ষণাৎ স্কুলে পৌঁছে যান নির্যাতিতা নাবালিকার মা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ মা গিয়ে দেখেন দোতলার স্কুলঘরে বসে কাঁদছে তাঁর ছোট্ট মেয়েটি ৷ জানা গিয়েছে, এই দুষ্কর্মে লিপ্ত ছিল নির্যাতিতার এক সহপাঠীর দাদাও ৷ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন নির্যাতিতার মা ৷