মালদা, 22 সেপ্টেম্বর: বোলতার আক্রমণে (Hornet Attack) মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে ৷ মৃত কিশোরের নাম সৌরভ দাস (Saurav Das) ৷ বয়স 12 বছর ৷ গতকাল মাঝরাতে মারা যায় সে ৷
ঘটনাটি ঘটেছিল বুধবার বিকেলে ৷ আইহো হাইস্কুলের ছাত্র সৌরভ ৷ গতকাল স্কুল থেকে ফিরে পাড়ারই আরেকটি ছেলের সঙ্গে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল সে ৷ সেখানে রয়েছে বোলতার চাক ৷ খেলাচ্ছলে সৌরভ ওই চাকে ঢিল ছোড়ে ৷ সঙ্গে সঙ্গে বোলতার দল তাদের পিছনে তাড়া করে ৷ দুই কিশোরই সেখান থেকে দৌড় লাগায় ৷ এক কিশোর জঙ্গলে লুকিয়েও যায় ৷ দুর্ভাগ্যবশত পালাতে গিয়ে পড়ে যায় সৌরভ ৷
তার শরীরে 50-60টি বোলতা হুল ফোটায় ৷ যন্ত্রণায় চিৎকার শুরু করে সে ৷ সেই অবস্থাতেই বাড়িতে গিয়ে সারা শরীরে জল ঢালতে শুরু করে ৷ ছেলের চিৎকার শুনে ছুটে আসেন মা ৷ সব শুনে তিনি পাড়ার লোকজনকে ডাকেন ৷ শরীরে কেরোসিন তেল ঢেলে প্রথমে বোলতার হুলের বিষের প্রভাব নষ্ট করার চেষ্টা করা হয় ৷ কাজ না হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরিস্থিতির অবনতি হওয়ায় রাত একটা নাগাদ সৌরভকে মালদা মেডিক্যালে রেফার করে দেন সেখানকার চিকিৎসকরা ৷ কিন্তু তাকে বাঁচানো যায়নি (Class Seven student dies in attack of hornet) ৷