মালদা , 5 ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির । উভয় পরিবারের জখম হয়েছেন পাঁচজন। মৃতের নাম মহম্মদ ইলিয়াস (৩১) । হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের লোটরা গ্রামের ঘটনা ।
পরিবার সূত্রে জানা গেছে , আজ সকালে ইলিয়াস চাষ করতে গিয়েছিলেন । সেইসময় তাঁর চাচা সেরাজুল ও তার ছেলেরা জমি চাষ করতে বাধা দেয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, সেই সময় সেরাজুল ও তার ছেলেরা হাঁসুয়া নিয়ে ইলিয়াসকে আক্রমণ করে৷ হাঁসুয়ার কোপে জখম হন ইলিয়াস৷ এরপরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়৷ তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন৷