মালদা মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা মালদা, 31 মার্চ: ভিজিটিং আওয়ারর্সের বাইরে হাসপাতালে প্রবেশের চেষ্টা রোগীর আত্মীয়ের ৷ বাধা দিলে কর্তব্য়রত নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি বাঁধে ৷ শুক্রবার এই ঘটনার জেরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা মেডিক্যাল কলেজ চত্বরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ । আপাতত দুইজনকে আটক করেছে পুলিশ ।
মেডিক্যাল কলেজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহারের বাসিন্দা রাকেশ হালদার তাঁর দাদুকে শুক্রবার মালদা মেডিক্যলে ভরতি করেন । অভিযোগ, রোগীর পরিবারের লোকজন জোর করে ভিজিটিংয়ের আওয়ার্সের বাইরে রোগীকে দেখতে যেতে চান । কিন্তু মেডিক্যালের নিরাপত্তারক্ষীরা রোগীর আত্মীয়দের বাধা দেন । এরপরেই বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিবার ও নিরাপত্তাক্ষীরা । শুরু হয় হাতাহাতি ৷ রোগীর মহিলা আত্মীয়দের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ।
এই প্রসঙ্গেই রাকেশ হালদারের অভিযোগ, দাদুকে মালদা মেডিক্যালে ভরতি করেছেন । তাঁদের কাছে হাসপাতালে প্রবেশের অনুমতির (টিকিট) রয়েছে । কিন্তু নিরাপত্তারক্ষীরা একজন করে যাওয়ার কথা বলে । আমরা সেই মতো একজন ফিরে আসার পর অন্যজন যাওয়ার কথা বলি । একজন ফিরে আসার পর অন্যজনকে পাঠাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁকে যেতে বাধা দেন । এরপরেই নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাকি শুরু করে দেয় । 5 জন মিলে মারতে থাকে তাঁকে । রাকেশের দিদিকেও ধাক্কা-ধাক্কি করে, মায়ের কাপড় টেনে ছিঁড়ে দেয় ।
আরও পড়ুন :হাওড়ার হিংসায় পরিকল্পিত রাজনৈতিক মদত, মত নবান্নের
ঘটনা প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পূরঞ্জয় সাহা বলেন, "রোগী দেখার সময়ের বাইরে জোর করে একজন মহিলা হাসপাতালে ঢোকার চেষ্টা করছিলেন । নিরাপত্তারক্ষী বাধা দেওয়ায় ওই পরিবারের লোকজন তাদের ওপর চড়াও হয় । মেডিক্যাল কলেজের 4-5 জন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে । বিষয়টি আমি ইংরেজবাজার থানায় জানিয়েছি । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মেডিক্যাল কলেজের পক্ষ থেকে ওই রোগীর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে ।"