পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attemp To Bank Robbery : মালদায় ব্যাঙ্ক লুটে বাধা, আহত সিভিক ভলান্টিয়ারের - CIVIC VOLUNTEER ATTACK BY DECOY IN MALDA

সিভিক ভলান্টিয়ার শহিদুর রহমান ব্যাঙ্ক লুটে বাধা দেওয়ায় আহত হন ৷ বৃহস্পতিবার ভোররাতে চারটে নাগাদ 7-8 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় একটি ছোটো গাড়ি নিয়ে এসে ব্যাঙ্ক লুঠের চেষ্টা করে (Attemp To Bank Robbery )।

Attemp To Bank Robbery
আহত সিভিক ভলান্টিয়ার

By

Published : Mar 24, 2022, 1:30 PM IST

মালদা, 24 মার্চ: ব্যাঙ্ক লুটে বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ারকে খুনের চেষ্টার অভিযোগ । আহত সিভিক ভলান্টিয়ার বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নওদা যদুপুর এলাকায় ।

আহত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ শহিদুর রহমান (30) । বাড়ি কালিয়াচকের কাশিমনগর মণ্ডলপাড়া এলাকায় । জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে কর্তব্যরত ছিলেন তিনি । অভিযোগ, ভোর চারটে নাগাদ 7-8 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় একটি ছোটো গাড়ি নিয়ে এসে ব্যাঙ্ক লুঠের চেষ্টা করে । বিষয়টি নজরে আসতেই শহিদুর রহমান তাদের বাধা দেওয়ার চেষ্টা করে । তখন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে সিভিক ভলান্টিয়ারের মাথায় আঘাত করে । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শহিদুর । এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয় কিছু প্রাতঃভ্রমণকারী শহিদুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিকেলে ভর্তি করেন । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

আহত সিভিক ভলান্টিয়ার

শহিদুর বলেন, “গতকাল রাত থেকে আমি নওদা যদুপুর এলাকায় ডিউটিতে ছিলাম । ভোরে সাত-আটজন দুষ্কৃতী ব্যাঙ্ক লুট করতে আসে । আমি তাদের বাধা দিতেই ওরা আমার ওপর হামলা চালায়। তবে ধারালো অস্ত্র না কোনও আগ্নেয়াস্ত্রর বাট দিয়ে আমার ওপর হামলা করা হয়েছে তা বলতে পারছি না । তবে ওরা ব্যাঙ্ক লুট করতে পারেনি (Attemp To Bank Robbery ) ।”

আরও পড়ুন :তৃণমূলকর্মীর কান কামড়ে নিল সিভিক ভলান্টিয়ার

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহিদুর অসুস্থ থাকায় এখনও অভিযোগ দায়ের করতে পারেনি । তবে ঘটনার আভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে ৷ এলাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details