পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েত প্রধানের প্যাড-সিলমোহর-স্বাক্ষর জাল করে মিথ্যে অভিযোগ দায়ের, ধৃত সিভিক ভলেন্টিয়ার - সিভিক ভলান্টিয়ার

Civic volunteer arrested for filing false complaint by Forging: পঞ্চায়েত প্রধানের প্যাড, সিলমোহর, স্বাক্ষর জাল করে চার সহকর্মীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে মিথ্যে অভিযোগ দায়ের ৷ ধৃত সিভিক ভলান্টিয়ার ৷ ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, এমন কোনও অভিযোগ তিনি করেননি ৷ যে প্যাড ও সিলমোহর ব্যবহার করা হয়েছে, তা তাঁর পঞ্চায়েতের নয় বলেও জানান তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 5:36 PM IST

পঞ্চায়েত প্রধান

মালদা, 6 ডিসেম্বর: সরকারি প্যাড ও সিলমোহর ব্যবহার করে, পঞ্চায়েত প্রধানের জাল স্বাক্ষর করে একাধিক আধিকারিক, এমনকী পুলিশ সুপারকে সহকর্মীদের নামে অভিযোগ জানানোর দায়ে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতে ৷

ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বিমল সরকার ৷ ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি ৷ 2011 সালে সিভিক ভলান্টিয়ার হিসাবে তিনি মালদা থানার অধীনে কাজে যোগ দেন । ভাবুক এলাকাতেই তাঁকে পোস্টিং করা হয়েছিল ৷ বছরখানেক আগে ওই এলাকার এক ভিলেজ পুলিশকর্মী অন্য চাকরি পেয়ে বাইরে চলে যান ৷ সেখানে নতুন কোনও ভিলেজ পুলিশ নিয়োগ না হওয়ায় বিমলকেই সেই দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু তাঁর কাজকর্মে সন্তুষ্ট না হওয়ায় কয়েক মাস বাদে ফের তাঁকে সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া হয় ৷ এই ঘটনার জন্য সেখানকার অন্যান্য সিভিক ভলেন্টিয়ারদের সন্দেহ করতেন বিমল ৷ সম্প্রতি তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধানের সরকারি প্যাড ও সিলমোহর ব্যবহার করে স্থানীয় চারজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ডিএসপি (ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং), পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে তিনি জানান, ওই চার সিভিকের যোগসাজশে এলাকায় মদ ও জুয়ার আসর বসছে ৷ নীচে প্রধানের নামে ভুয়ো স্বাক্ষরও করেন তিনি ৷ এই অভিযোগ পেয়েই বিষয়টি তদন্তের জন্য মালদা থানাকে নির্দেশ দেন পুলিশকর্তারা ৷

এরপর তদন্তে নেমে মালদা থানার আইসি ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করেন ৷ সব শুনে প্রধান চমকে ওঠেন ৷ তিনি আইসিকে জানান, এমন কোনও অভিযোগ তিনি করেননি ৷ যে প্যাড ও সিলমোহর ব্যবহার করা হয়েছে, তা তাঁর পঞ্চায়েতের নয় বলেও জানান তিনি ৷ অভিযোগপত্রে তাঁর স্বাক্ষরও জাল করা হয়েছে ৷ তাঁর কথা শুনে ধন্ধে পড়ে যায় পুলিশ ৷ এরপর জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্ত চার সিভিককর্মীকেও ৷ তাঁদের সঙ্গে কথা বলার পরই আতশকাচের তলায় চলে আসে বিমল সরকারের নাম ৷ অবশেষে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বিমলকে গ্রেফতার করা হয়৷ বাজেয়াপ্ত করা হয় তাঁর ল্যাপটপ ও প্রিন্টার ৷

এনিয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবে বলেন, “29 নভেম্বর বিষয়টি আমি জানতে পারি ৷ আমি মালদা থানায় একটি অভিযোগ দায়ের করে জানাই, আমার প্যাড, সিলমোহর ও স্বাক্ষর জাল করা হয়েছে ৷ কী কারণে তা আমার জানা নেই ৷ এনিয়ে প্রশাসন যা পদক্ষেপ নেবে, আমি মেনে নেব ৷ প্রশাসনের উপর আমার আস্থা আছে ৷ শুনেছি, গতকাল রাতে এই কাণ্ডের নায়ককে গ্রেফতার করা হয়েছে ৷” এবিষয়ে বিমল সরকার কোনও মন্তব্য করতে চাননি ৷ মন্তব্য করতে চাননি কোনও পুলিশকর্তাও ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details