মালদা, 6 ডিসেম্বর: সরকারি প্যাড ও সিলমোহর ব্যবহার করে, পঞ্চায়েত প্রধানের জাল স্বাক্ষর করে একাধিক আধিকারিক, এমনকী পুলিশ সুপারকে সহকর্মীদের নামে অভিযোগ জানানোর দায়ে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতে ৷
ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বিমল সরকার ৷ ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি ৷ 2011 সালে সিভিক ভলান্টিয়ার হিসাবে তিনি মালদা থানার অধীনে কাজে যোগ দেন । ভাবুক এলাকাতেই তাঁকে পোস্টিং করা হয়েছিল ৷ বছরখানেক আগে ওই এলাকার এক ভিলেজ পুলিশকর্মী অন্য চাকরি পেয়ে বাইরে চলে যান ৷ সেখানে নতুন কোনও ভিলেজ পুলিশ নিয়োগ না হওয়ায় বিমলকেই সেই দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু তাঁর কাজকর্মে সন্তুষ্ট না হওয়ায় কয়েক মাস বাদে ফের তাঁকে সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া হয় ৷ এই ঘটনার জন্য সেখানকার অন্যান্য সিভিক ভলেন্টিয়ারদের সন্দেহ করতেন বিমল ৷ সম্প্রতি তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধানের সরকারি প্যাড ও সিলমোহর ব্যবহার করে স্থানীয় চারজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ডিএসপি (ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং), পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে তিনি জানান, ওই চার সিভিকের যোগসাজশে এলাকায় মদ ও জুয়ার আসর বসছে ৷ নীচে প্রধানের নামে ভুয়ো স্বাক্ষরও করেন তিনি ৷ এই অভিযোগ পেয়েই বিষয়টি তদন্তের জন্য মালদা থানাকে নির্দেশ দেন পুলিশকর্তারা ৷