মালদা, 17 জুন : কোরোনা মোকাবিলায় লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ঢল নেমেছে৷ ট্রেন কিংবা অন্য কোনও যানবাহন না পেয়ে অনেক পরিযায়ী হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করেছেন৷ সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ ঘরে ফেরার পথে কিংবা ফেরার পর মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের৷ অনেকে আবার নিজেদের কর্মক্ষেত্রেই মারা গিয়েছেন৷ মালদা জেলার 15 জন শ্রমিকও রয়েছে সেই তালিকায়৷ সেই শ্রমিকদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণের দাবিতে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করল জেলা CITU নেতৃত্ব৷
মালদায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি CITU-র - MALDA CITU
লকডাউনে কাজ হারিয়ে চরম দুর্দশা পরিযায়ী শ্রমিকদের। অভুক্ত অবস্থায় মাইলের পর মাইল হেঁটে, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মালদার 15 জন শ্রমিকের। জেলার মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে আজ জেলাশাসকের দ্বারস্থ হল জেলা CITU-র নেতৃত্ব।
CITU-র মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিন্হা বলেন, “কেন্দ্র ও রাজ্যের পরিকল্পনাহীন লকডাউনের জেরে দেশে কয়েক কোটি শ্রমিক চরম দুর্দশায় পড়েছেন৷ তাদের অভাব-অনটনের সীমা নেই৷ মৃত্যুর ঘটনাও ঘটছে৷ কয়েকশো পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে গিয়ে মারা গিয়েছে৷ অনেকে ট্রেনে না খেতে পেয়ে কিংবা চিকিৎসার অভাবেও মারা গিয়েছে৷ এই জেলায় আজ পর্যন্ত 15 জন শ্রমিকের এভাবে মৃত্যু হয়েছে৷ আমরা ইতিমধ্যে এই শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি৷ পুরুলিয়াতে এমনই ঘটনায় রাজ্য সরকার পাঁচ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে৷ ওই শ্রমিকরা উত্তরপ্রদেশে মারা গিয়েছিলেন৷ তাহলে মালদা জেলার মৃত 15 জন পরিযায়ী শ্রমিকের পরিবার সেই সাহায্য পাবে না কেন? সেটাই আজ আমরা জেলাশাসকের নজরে আনার জন্য তাঁর সঙ্গে দেখা করতে এসেছি৷ এনিয়ে আমরা জেলাশাসকের সঙ্গে আলোচনা করে আগামী 7-8 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি৷ মুখ্যমন্ত্রীর কাছেও সেই আবেদন জানাচ্ছে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা৷ যদি এনিয়ে কোনও সুরাহা না হয় তবে আমরা অন্য রাস্তায় যাব৷”
দেবজ্যোতিবাবু দাবি করেন, “আমরা জেলার এই 15 মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেছি৷ তাদের সাধ্যমতো আর্থিক সহায়তাও করেছি৷ এই পরিবারগুলির ছেলেমেয়েদের কিছুদিনের জন্য পড়াশোনার দায়িত্ব নেওয়ার চিন্তাভাবনা করছে আমাদের ছাত্র সংগঠন SFI ৷ আমরা এই শ্রমিকদের পরিবারের পাশে সবসময় রয়েছি৷ ভবিষ্যতেও থাকব৷”