মালদা, ৪ ফেব্রুয়ারি: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীদের কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে৷ বুধবার গভীর রাতে গুয়াহাটি থেকে হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে ওই জওয়ানকে গ্রেপ্তার করে মালদা জিআরপি৷ ধৃতকে বৃহস্পতিবারই জেলা আদালতে তোলা হলে শর্তসাপেক্ষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক৷
ধৃত জওয়ানের নাম জয় সিং৷ তাঁর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে৷ সিআইএসএফ-এর ওই জওয়ান আপাতত অসমে কর্মরত রয়েছেন৷ রেল পুলিশ সূত্রে খবর, ছুটিতে বাড়ি ফেরার জন্য বুধবার ডাউন সরাইঘাট এক্সপ্রেসের সংরক্ষিত এস-৭ কামরায় ওঠেন তিনি৷ সেই কামরাতেই বাড়ি ফিরছিল কলকাতার দু’টি পরিবার৷ তাদের অভিযোগ, ট্রেনে ওঠার পর থেকেই মদ্যপান শুরু করেন ওই জওয়ান৷ মত্ত অবস্থায় দুই পরিবারের মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন তিনি ৷ এমনকী মহিলাদের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন ৷ মহিলারা এর প্রতিবাদ করলে এগিয়ে আসেন অন্য যাত্রীরাও৷ ওই কামরায় কর্তব্যরত টিকিট পরীক্ষককেও অভিযোগ জানান তাঁরা ৷ শেষ পর্যন্ত রাত ১২টা নাগাদ ট্রেন মালদা স্টেশনে পৌঁছলে ওই জওয়ানের বিরুদ্ধে জিআরপিতে লিখিত অভিযোগ করা হয়৷ তারই ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জয় সিংকে৷