পশ্চিমবঙ্গ

west bengal

CID Raid in Malda: গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি, উদ্ধার 1 কোটি 39 লাখ

By

Published : Sep 4, 2022, 3:26 PM IST

Updated : Sep 4, 2022, 5:12 PM IST

মালদার গাজোলে সিআইডি হানা(CID Raid in Malda) ৷ এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হল প্রায় দেড় কোটি টাকা ৷ এখনও চলছে মেশিনের সাহায্যে টাকা গোনার কাজ ৷

Etv Bharat
গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি

মালদা, 4 সেপ্টেম্বর:এবার মালদায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রচুর নগদ টাকার সন্ধান পেল সিআইডি(CID recovers more than one crore rupees from a businessman) ৷ রবিবার সকালে গাজোলের ঘাকশোল এলাকার বাসিন্দা জয়প্রকাশ সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির এক আধিকারিক দল(malda news)৷ নেতৃত্বে রয়েছেন এসপি (সিআইডি, মালদা রেঞ্জ) অনীশ সরকার, ডিএসপি (সিআইডি) আত্রেয়ী সেন-সহ 10 আধিকারিক ৷ এছাড়াও সঙ্গে গাজোল থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররাও আছেন ৷ তাঁরা এসেই বাড়িটি ঘিরে ফেলেন ৷

এই নিয়ে সিআইডির কোনও প্রতিক্রিয়া না-পাওয়া গেলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর বেডরুমের বক্স খাটের ভিতর থেকে এক কোটি 39 লাখ 3 হাজার টাকা উদ্ধার করা হয়েছে ৷ সব নোটই 500 ও দু’হাজার টাকার ৷ ব্যবসায়ীকে সামনে বসিয়েই চলে টাকা গোনার কাজ ৷ তবে বিপুল পরিমাণ টাকা গোনার জন্য পরে আনা হয় মেশিনও ৷ প্রায় চার ঘণ্টা পর শেষ হয় টাকা গোনার কাজ ৷ ওই মাছ ব্যবসায়ীকে প্রাথমিকভাবে জেরা করে অফিসারদের হাতে আরও কিছু তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷ যদিও এই নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সিআইডি আধিকারিকরা । তবে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও কিছু জায়গায় তল্লাশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিআইডির এসপি ।

আরও পড়ুন :গরুপাচার কাণ্ডে সিআইডির জালে এনামূল-ঘনিষ্ঠ জেনারুল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জয়প্রকাশবাবু এই এলাকাতেই থাকেন ৷ তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠতার কথা কেউ শোনেননি ৷ রাজনীতির সঙ্গে যুক্তও ছিলেন না তিনি ৷ অবৈধ কোনও ব্যবসার সঙ্গে তিনি যে জড়িত, তাও হলফ করে বলতে পারছেন না কেউ ৷ তবে তাঁর বাড়িতে এত নগদ টাকা এল কীভাবে ? তা নিয়েই উঠছে প্রশ্ন ৷

পুলিশেরই একটি সূত্র মারফৎ খবর, জয়প্রকাশবাবুর স্ত্রীর দাদা ওম গুপ্তা একজন কুখ্যাত মাদক পাচারকারী ৷ মাদক পাচারের দায়ে সে এখন জেলে রয়েছে ৷ তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ৷ সিআইডি কর্তাদের জয়প্রকাশবাবু জানিয়েছেন, ওমই তাঁকে ওই টাকা রাখতে দিয়েছিল ৷ কিন্তু জেনেশুনে এত টাকা তিনি রাখলেন কেন, সেটাই ভাবাচ্ছে সিআইডি কর্তাদের ৷

গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি

আরও পড়ুন :ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা ! পঞ্চায়েত নির্বাচনে 'কলঙ্কিত' নেতাদের হয়তো টিকিট দেবে না তৃণমূল

এই বিষয়ে মালদা রেঞ্জের সিআইডি এসপি অনীশ সরকার বলেন, "রবিবার সকালে আমাদের কাছে তথ্য আসে ফেনসিডিল বিক্রি করে পাওয়া টাকা গাজোলের একটি বাড়িতে মজুত করা আছে । সেই তথ্যের ভিত্তিতে জয়প্রকাশ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 1 কোটি 39 লাখ 3 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । ওই ব্যক্তি সরাসরি এই চক্রের সঙ্গে জড়িত কিনা তা এখনই বলা যাবে না । তবে ওই ব্যক্তির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে । আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করব । আমাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে । তবে তদন্তের স্বার্থে এখনই তা সংবাদমাধ্যমে বলা যাবে না ৷"

স্থানীয় বাসিন্দা বিকাশ সাহার কথায়, "জয়প্রকাশ সাহা বাজারে মাছ বিক্রি করেন ৷ এক বছর আগেও খুব কষ্ট করে তিনি সংসার চালাতেন ৷ রবিবার সকালে তাঁর বাড়ির সামনেই সিআইডির গাড়ি এসে দাঁড়ায় ৷ প্রথমে আমরা বিষয়টি জানতে চাই ৷ আধ ঘণ্টার মধ্যেই সিআইডি কর্তারা জানিয়ে দেন, তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ৷ তবে আমার মনে হয়, এই টাকা জয়প্রকাশবাবুর নয় ৷ তাঁর স্ত্রীর দাদা ওম গুপ্তা এক কুখ্যাত মাদক পাচারকারী ৷ সম্ভবত এই টাকা তারই ৷ এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে ৷ জেলার পুলিশকর্তারাও চলে এসেছেন ৷ দেখা যাক, আর কী কী উদ্ধার হয় ৷"

আরও পড়ুন :তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা

Last Updated : Sep 4, 2022, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details