পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smugglers Arrested in Malda: সিআইডি অভিযানে মাদক-সহ গ্রেফতার দুই পাচারকারী, উদ্ধার এক কেজি ব্রাউন সুগার - ব্রাউন সুগার

মাদক-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের কাছ থেকে 700 গ্রাম মাদক উদ্ধার হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

Etv Bharat
গ্রেফতার দুই পাচারকারী

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 10:51 PM IST

মালদা, 9 সেপ্টেম্বর: মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল সিআইডি ৷ শুক্রবার মালদার কালিয়াচকে মাদক-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের কাছ থেকে 700 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পাশাপাশি ইন্দো-বাংলা সীমান্তের কিসমতপুর গ্রামে হানা দিয়ে 1 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে সিাইডি ৷

এই মাদক বিভিন্ন জায়গায় খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হত ৷ দুটি ভিন্ন জায়গা থেকে মোট 1 কেজি 700 গ্রাম মাদক উদ্ধার হয়েছে ৷ দুই পাচারকারীদেক গ্রেফতার করেছে সিআইডি ৷ ধৃতদের মধ্যে একজন মালদা ও অপরজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ 10 দিনের হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের শনিবার জেলা আদালতে তোলা হয়েছে ৷

সূত্রে খবর, কালিয়াচক-1 নম্বর ব্লকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জায়গির গ্রাম ৷ এই গ্রামের একটি বাড়িতে মাদক প্যাকেটজাত হওয়ার খবর ছিল সিআইডির কাছে ৷ সেই মতো ওই বাড়িতে হানা দিয়েছিল সিআইডি ৷ অভিযান চালিয়ে আটক করা হয় 43 বছর বয়সী সফিকুল শেখ ও 24 বছরের জেনারুল হককে ৷ জেনারুলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার লক্ষ্মীপুর গ্রামে ৷ ধৃতদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 700গ্রাম ব্রাউন সুগার ৷ এরপরই তাদের গ্রেফতার করে কালিয়াচক থানায় নিয়ে আসা হয় ৷

শুক্রবার রাতেই ইন্দো-বাংলা সীমান্তের কিসমতপুর গ্রামেও সিআইডি হানা দেয় ৷ সেখান থেকে উদ্ধার 1 কিলো ব্রাউন সুগার ৷ তবে আগেই সিআইডি হানার খবর পেয়ে ওই বাড়ি থেকে সবাই পালিয়ে যায় ৷ ফলে কাউকে গ্রেফতার করা যায়নি ৷

আরও পড়ুন:পাক ড্রোনে মাদক পাচার, পঞ্জাব সীমান্তে উদ্ধার 17 কোটি টাকার হেরোইন

তদন্তের স্বার্থে এ বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাননি পুলিশ সুপার (সিআইডি) অনীশ সরকার ৷ তবে দফতরের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, তাঁদের কাছে খবর রয়েছে, মালদার বেশ কিছু জায়গায় সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারীরা ৷ সেকারণেই জেলা জুড়ে প্রায়শই সিআইডি অভিযান চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details