মালদা, 25 জুন : চিনা নাগরিক হান জুনেইয়ের জামিনের আবেদন খারিজ করল মালদা জেলা আদালত । তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক রূপেন্দ্রনাথ বসু ৷ আগামী 9 জুলাই বিচারাধীন বন্দিকে ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে । আটদিনের হেফাজত শেষে আজ ফের মালদা জেলা আদালতে পেশ করা হয় অনুপ্রবেশের দায়ে ধৃত চিনা নাগরিক হান জুনেইকে ৷ তাকে আদালতে পেশ করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ হেফাজতে থাকাকালীন কলকাতা নিয়ে যাওয়া হয় এই চিনা নাগরিককে ৷ জেরায় তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এসটিএফ ৷
গত 10 জুন সকালে অনুপ্রবেশের দায়ে কালিয়াচক 1 নম্বর ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম থেকে হান জুনেইকে গ্রেফতার করে বিএসএফ ৷ তার বাড়ি চিনের হুবেই প্রদেশে ৷ 36 বছর বয়সী হানের হেফাজত থেকে একটি দামি ল্যাপটপ, দুটি আইফোন, একটি বাংলাদেশি সিমকার্ড, একটি ভারতীয় সিমকার্ড, দুটি চিনা সিমকার্ড, একটি পেনড্রাইভ, মানি ট্র্যানজাকশন মেশিন, দুটি মাস্টারকার্ড, আমেরিকান ডলার সহ বেশ ভাল পরিমাণে বাংলাদেশি ও ভারতীয় টাকা উদ্ধার করা হয় ৷
11 জুন রাতে বিএসএফের তরফে তাকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে ৷ জেলা আদালতের মাধ্যমে 18 জুন পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে নেয় কালিয়াচক থানার পুলিশ ৷ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এলাকা থেকে কীভাবে এদেশে প্রবেশ করেছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ দেখায় হান ৷ মিলিক সুলতানপুর গ্রামের কাঁটাতারবিহীন অরক্ষিত সীমান্তের সন্ধান সে কীভাবে পেল তা ভাবিয়ে তোলে পুলিশকর্তাদের ৷