মালদা, 10 জুন : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার সময় এক চিনা নাগরিককে আটক করল বিএসএফ (BSF) ৷ বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মালদার কালিয়াচকের মিলিক সুলতানপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরারত 159F ব্যাটেলিয়নের জওয়ানরা ওই চিনা নাগরিককে আটক করেন ৷ পরে তাঁকে ইংরেজবাজারের মহদিপুরের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচক-1 ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রামের কিছুটা অংশে এখনও অরক্ষিত সীমান্ত (কাঁটাতারবিহীন) রয়েছে ৷ বৃহস্পিতবার সকাল ছ’টা নাগাদ সেই অরক্ষিত এলাকা দিয়েই এদেশে ঢুকে পড়েন ওই চিনা নাগরিক ৷
সঙ্গে সঙ্গে ওই অনুপ্রবেশকারীকে আটক করেন জওয়ানরা ৷ তাঁর কাছে থাকা চিনা পাসপোর্ট থেকে জানা যায়, তাঁর নাম হান জুনেই (Han Junwei) ৷ বয়স ৩৬ বছর ৷ পাসপোর্টটি চিনের হেবেই (Hebei) প্রদেশ থেকে ইস্যু করা হয়েছে ৷ সেখানেই ওই চিনা নাগরিকের জন্ম ৷ তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, প্রচুর পরিমাণে বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা, কিছু ইউএস ডলার, কিছু বৈদ্যুতিক সামগ্রী এবং বাংলাদেশের ভিসা বাজেয়াপ্ত করা হয়েছে ৷
আরও পড়ুন :3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার ধানতলায়
মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ‘‘আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের জন্য এক চিনা নাগরিককে আটক করেছে ৷ এ নিয়ে বিএসএফ-এর তরফে এখনও আমাদের সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ ওই বিদেশি নাগরিককেও পুলিশের হাতে এখনও পর্যন্ত তুলে দেওয়া হয়নি ৷ আমরা জানতে পেরেছি, ওই বিদেশিকে বিএসএফ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন ৷ ওই বিদেশিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে আমরা গোটা বিষয়টি জানতে পারব ৷’’