মালদা, 17 সেপ্টেম্বর : 196 নয়, গতকাল মালদা মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি ছিল 186টি শিশু । জানিয়েছেন মেডিক্যালের শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুষমা সাহু । তিনি আরও জানিয়েছেন, মেডিক্যালে চিকিৎসাধীন কোনও শিশু করোনা সংক্রামিত নয় । তবে 13টি শিশুর শরীরে করোনা পরবর্তী উপসর্গ রয়েছে । উত্তরবঙ্গ জুড়ে জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে শিশুদের অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার মালদা মেডিক্যালে সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানে সুষমা সাহু ছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা ।
শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বলেছেন, "15 সেপ্টেম্বর মালদা মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি ছিল 186টি শিশু । বৃহস্পতিবার বেলা দুটো পর্যন্ত সেখানে ভর্তি ছিল 164 টি শিশু । এর মধ্যে 29 জন বুধবার থেকে বৃস্পতিবার দুপুরের মধ্যে ভর্তি হয়েছে । 14 সেপ্টেম্বর ভর্তি ছিল 156টি শিশু ।" তিনি বলেন, "আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এমন পরিস্থিতি এখনও হয়নি । শীতের আগে এবং বর্ষার শেষে প্রতিটি বিভাগেই রোগীর সংখ্যা বাড়ে । শিশুরাও আক্রান্ত হয় । তাদের বেশিরভাগেরই জ্বর থাকে । তার সঙ্গে সর্দি-কাশি, পেট খারাপ সহ নানাবিধ উপসর্গ থাকে । অনেকের পরিস্থিতি খারাপও থাকে । তার জন্য যা যা করণীয়, আমরা করছি । স্বাস্থ্য বিভাগ, মেডিক্যাল কর্তৃপক্ষ, এমনকি জেলাশাসকও যথেষ্ট তৎপর রয়েছেন ।"
সুষমাদেবী আশ্বস্ত করে বলছেন, "শিশু বিভাগে এক মাস থেকে 12 বছর বয়সী বাচ্চারা ভর্তি হয় । এখানে করোনা সংক্রমিত কেউ নেই । তবে করোনা পরবর্তী এমআইএসসি উপসর্গ (multisystem inflammatory syndrome in children) সমস্ত জায়গাতেই পাওয়া যাচ্ছে । মালদাও তার ব্যতিক্রম নয় । এখনও পর্যন্ত মালদা মেডিক্যালে 108টি শিশু এমআইএসসি নিয়ে ভর্তি হয়েছিল । চিকিৎসায় সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছে । এই মুহূর্তে এখানে আরও 13টি এমআইএসসি উপসর্গযুক্ত শিশুর চিকিৎসা চলছে ।"