মালদা, ২০ সেপ্টেম্বর: মালদায় বাড়ছে শিশুদের জ্বরের প্রকোপ। আতঙ্কে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। প্রতিদিন মেডিক্যাল কলেজের আউটডোরে উপচে পড়ছে ভিড়। সোমবার এমনই ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায়।
গত কয়েকদিন ধরে মালদা মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মালদা মেডিক্যালে মাতৃমা বিভাগে চিকিৎসাধীন রয়েছে দু'শোর বেশি শিশু। গত ছ‘দিনে মালদা মেডিক্যাল কলেজে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে অজানা জ্বরের বিষয়টি উড়িয়ে দিয়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর ঋতু পরিবর্তনের জন্য অনেক শিশু জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েই থাকে।
এবছরও সেই ছবি ধরা পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মেডিকেল কর্তৃপক্ষ যাই বলুক, আতঙ্ক গ্রাস করেছে অভিভাবকদের মধ্যে। প্রতিদিন জ্বরে আক্রান্ত হওয়ার শিশুদের ভিড় উপচে পড়ছে মেডিক্যাল কলেজে। প্রতিদিনই ভিড় বাড়ছে আউটডোরেও। এদিন দুপুর দেড়টা নাগাদ মালদা মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে লাইনে দাঁড়িয়ে প্রায় পাঁচশো অভিভাবক ৷ তাঁদের বেশিরভাগই শিশুর চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল এসেছেন।
মালদা শহরের জাহাজফিল্ড এলাকা থেকে শিশুর চিকিৎসার জন্য এসেছিলেন প্রিয়াঙ্কা মণ্ডল। তিনি বলেন, "আমার ছেলের তিনদিন ধরে জ্বর। এদিন ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিলাম ৷ সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি। বেলা একটার সময়ও ছেলেকে দেখানোর সুযোগ হয়নি ৷ তখনও প্রায় ৩০০ জন লাইনে দাঁড়িয়ে।’’ একই বক্তব্য আরেক মহিলা নাজিরা খাতুনের। তিনি বলেন, "বেশ কয়েকদিন ধরে বাচ্চার জ্বর, সর্দি, কাশি। আজ বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। সকাল ১১টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখন প্রায় দেড়টা। কিন্তু এখনও বাচ্চার ডাক্তার দেখানো হয়নি। এখনও লাইনে দাঁড়িয়ে আছি। কখন বাচ্চাকে দেখাতে পারব জানি না।"
বাড়ছে শিশুদের জ্বরের প্রকোপ, আতঙ্কে মালদা মেডিক্যালে উপচে পড়ছে ভিড় আরও পড়ুন:পরিকাঠামোর অভাব, পুরুলিয়া মেডিক্যালের শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের
মালদা মেডিক্যাল কলেজের এমএসভিপি ডা: পূরঞ্জয় সাহা বলেন, "গত ২৪ ঘণ্টায় মাত্র ১৬ জন শিশু ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় ৫০ জন শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজে আপাতত দু'জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আতঙ্কের জেরে মালদা মেডিক্যাল কলেজ আউটডোরে অভিভাবকরা শিশুদের নিয়ে ভিড় করছেন। যেভাবে অজানা জ্বরের অপপ্রচার হচ্ছে, তাতে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। তাতে মেডিক্যাল কলেজ চত্বরে করোনাবিধি কিছুটা ব্যঘাত ঘটেছে। বিষয়টি নজরে আসতেই আমরা সেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছি।"