পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Child Death : অবরোধে বালকের মৃত্যু, প্রতিবাদে সোচ্চার মালদার গ্রাম - অ্যাম্বুল্যান্স

কৃষ্ণনগরে পথ অবরোধে অ্যাম্বুল্যান্স আটকে মৃত্যু হয় 7 বছরের সাকিবুল শেখের ৷ ঘটনায় শোকের ছায়া মালদার কালিয়াচক-2 ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের জোত অনন্তপুর গ্রামে ৷ এই গ্রামেরই বাসিন্দা ছিল সাকিবুল ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা ৷

child death in ambulance in krishnanagar, villagers of malda demanding stringent action
Malda Child Death : অবরোধে বালকের মৃত্যু, প্রতিবাদে সোচ্চার মালদার গ্রাম

By

Published : Nov 10, 2021, 9:12 PM IST

মালদা, 10 নভেম্বর : জগদ্ধাত্রীপুজোয় ঘট নিয়ে শোভাযাত্রা করার অনুমতি দেয়নি নদিয়া জেলা প্রশাসন ৷ প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে চলছিল আন্দোলন ৷ সাধারণ যানবাহন তো দূরের কথা, ছাড়া হয়নি অ্যাম্বুল্যান্সও ৷ সেই অবরোধেই আটকে বিনা চিকিৎসায় মৃত্যু হয় এক বালকের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে ৷ এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে নদিয়া জেলা পুলিশ ৷ অন্যদিকে, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার কালিয়াচক-2 ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের জোত অনন্তপুর গ্রামে ৷ এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা গ্রাম ৷

আরও পড়ুন :Krishnanagar Child Death : ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে বিক্ষোভ, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু বালকের

মৃত শিশুর নাম সাকিবুল শেখ ৷ বয়স মাত্র সাত বছর ৷ স্থানীয় একটি বেসরকারি স্কুলে পড়ত সে ৷ তার বাবা সাজিবুল শেখ ভিনরাজ্যে শ্রমিক সরবরাহ করেন ৷ সাকিবুল তাঁর দুই ছেলের মধ্যে ছোট ৷ সাজিবুল জানান, মঙ্গলবার বিকেলে টিউশন পড়ে বাড়ির ছাদে খেলছিল সাকিবুল ৷ হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে ৷ প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখান থেকে তাকে কলকাতার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ৷ মঙ্গলবার রাতেই তাকে নিয়ে কলকাতা রওনা দেন অভিভাবকরা ৷ রাত একটা নাগাদ সাকিবুলদের অ্যাম্বুল্যান্স কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ে পৌঁছে যায় ৷ সেখানে তখন জগদ্ধাত্রীপুজোয় ঘট নিয়ে শোভাযাত্রা করার অনুমতির দাবি আদায়ে অবরোধ চলছিল ৷ সেই অবরোধেই আটকে যায় সাকিবুলের অ্যাম্বুল্যান্স ৷ রাত আড়াইটে নাগাদ অ্যাম্বুল্যান্সেই মারা যায় সে ৷ সেখানকার পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সাকিবুলের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনা হয় ৷

ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে ৷

আরও পড়ুন :Hooghly Child Death : গঙ্গার তীর থেকে উদ্ধার 10 বছরের বালকের দেহ

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ তহিদুর রহমান ৷ তিনি বলেন, “সকালেই ঘটনাটি শুনেছি ৷ পথ অবরোধে আটকে মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না ৷ যে বা যারাই রাস্তা অবরোধ করুক না কেন, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত ৷ অবরোধে অ্যাম্বুল্যান্স আটকে রাখায় রোগীর মৃত্যু হচ্ছে, এটা কেউ মানতে পারবে না ৷ প্রশাসন কিংবা রাজ্য সরকার অবরোধের বিরোধী ৷ সেখানে এমন ঘটনা কীভাবে হয়, জানা নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details