মালদা, 20 জুন : এবার কোরোনা সংক্রামিত হলেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ আজ সন্ধেয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি ল্যাবরেটরিতে তাঁর লালারসের নমুনা পরীক্ষায় কোরোনার সংক্রমণ ধরা পড়ে ৷ ইতিমধ্যেই তাঁকে নিয়ে কলকাতা রওনা দিয়েছে COVID 19 অ্যাম্বুলেন্স ৷ যদিও সরকারিভাবে সেই রিপোর্ট এখনও প্রশাসনের কাছে এসে পৌঁছোয়নি ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে পারেন না ৷
কোরোনায় আক্রান্ত মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের শরীরে ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তাঁর বাড়ির এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় ।
গতকালই জেলার এক সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল ৷ তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকায় তাঁকে মালদা শহরের তিন নম্বর সরকারি কলোনি এলাকায় নিজের ভাড়াবাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৷ বর্তমানে তিনি ভালোই রয়েছেন বলে খবর পাওয়া গেছে ৷ তাঁর বাড়ির এলাকা কনটেইনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন ৷ গতকাল তাঁর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ার পরেই গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ আজ বিভাগের প্রত্যেক কর্তার লালারসও সংগ্রহ করা হয়েছে ৷ সেই নমুনা পরীক্ষাতেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লালারসে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ তবে ওই দপ্তরের আরও কতজন কোরোনা সংক্রমিত তা এখনও জানা যায়নি ৷
এখনও পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কোনও রিপোর্ট না বেরোনোয় এনিয়ে প্রশাসনের কেউ মুখ খুলতে রাজি হননি ৷ জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, এই সংক্রান্ত কোনও রিপোর্ট এখনও তাঁর কাছে আসেনি ৷ মুখ খুলতে চাননি খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকও ৷ তবে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি বিশেষ COVID 19 অ্যাম্বুলেন্সে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ সেখানে হোম আইসোলেশনেই তাঁর চিকিৎসা চলবে ৷ কারণ, তাঁরও কোনও কোরোনা উপসর্গ নেই ৷