মালদা, 16 নভেম্বর: ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল মালদা মেডিক্যালে (Malda Medical College and Hospital) ৷ মৃতের পরিবারের দাবি, ভুল চিকিৎসায় ওই বালকের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে আজ পরিবারের সদস্যরা মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানাবে বলে জানিয়েছেন ৷ গতকাল রাতেই দেহ নিয়ে বাড়ি চলে গিয়েছেন তাঁরা ৷ যদিও ওই বালকের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি বলে দাবি করেছেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার ৷
মৃত বালকের নাম নাসিম আখতার (Dengue Death in Malda) ৷ বয়স 13 বছর ৷ বাড়ি কালিয়াচক থানার সুজাপুর সংলগ্ন ভাগুটোলা গ্রামে ৷ তার এক আত্মীয় মহম্মদ শাহারুখ হোসেন বলেন, "নাসিমের রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছিল ৷ এরপর তাকে মঙ্গলবার মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ তখনও সে ভালোই ছিল ৷ একজন নার্স ওকে ইনজেকশন দেয় ৷ তার দু'মিনিটের মধ্যে ও মারা যায় ৷ কেন নাসিমের মৃত্যু হল, তা আমরা জানতে চাই ৷ ওয়ার্ডে এই দাবি জানাচ্ছিলাম ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে আমাদের বের করে দেয় ৷ আমরা ওই নার্সের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান ৷ আমরা এ নিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাব ৷ কেন নাসিমের মৃত্যু হল, কেনই বা ওই নার্স ওয়ার্ড থেকে পালিয়ে গেলেন, তা আমরা জানতে চাই ৷"
নাসিমের মা শাহনাজ খাতুন বলেন, "ছেলে বমি করছিল ৷ নার্সকে সেকথা বলতে তিনি ছেলেকে একটি ইনজেকশেন দেন ৷ তারপরেই ছেলে মারা যায় ৷ ভুল ইনজেকশনে আমার ছেলের মৃত্যু হল কি না জানি না ৷ আমার দিদি সেকথা বলতেই এক চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ওই নার্সও ওয়ার্ড থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ আজ আমার ছেলে চলে গেল ৷ আরও অনেক মা বাচ্চাদের এখানে ভর্তি করেছেন ৷ এভাবে ছেলেকে কি মরতে দিতে হবে?"