মালদা, 16 মে: সবজি বাজার থেকে করোনা সংক্রমণ রুখতে উদ্যোগ নিল চাঁচল মহকুমা প্রশাসন। দরিদ্র সবজি বিক্রেতাদের বিনামূল্যে স্যানিটাইজ়ার তুলে দিতে আজ থেকে মহকুমা শাসকের দফতরে স্যানিটাইজ়ার তৈরির কাজ শুরু হল।
করোনার সঙ্গে লড়াইয়ে আপাতত মানুষের সবচেয়ে বড়ো অস্ত্র ভ্যাকসিন। কিন্তু এখনও বহু মানুষ ভ্যাকসিন নিতে পারেননি। তারপরেই থাকছে মাস্ক, স্যানিটাইজ়ার ও সামাজিক দূরত্ব বিধি। সরকারি নির্দেশিকা অনুযায়ী তিন ঘণ্টার বাজারে সামাজিক দূরত্ববিধি মেনে বাজার করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে আম আদমির কাছে। অগত্যা মাস্ক ও স্যানিটাইজ়ার ভরসা হয়ে উঠেছে পথচলতি মানুষের কাছে। কিন্তু সেখানেও যেন পিছিয়ে পড়তে হচ্ছে।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার সময়ে টাকা দিয়ে স্যানিটাইজ়ার কেনা দুর্বিসহ হয়ে উঠেছে দরিদ্র পরিবারগুলির কাছে। এই পরিস্থিতিতে সবজি বাজার থেকে সংক্রমণ রুখতে বিক্রেতাদের বিনামূল্যে স্যানিটাইজ়ার বিলির সিদ্ধান্ত নিল চাঁচল মহকুমা প্রশাসন। আজ থেকে মহকুমা শাসকের দফতরেই বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়ে স্যানিটাইজ়ার তৈরির কাজ শুরু হয়েছে।