পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana Scam: আবাস দুর্নীতি! এবার মালদায় পৌঁছল কেন্দ্রীয় দল - central team visits malda

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির টাকা ঠিকমতো বণ্টন করছে না তৃণমূল সরকার ৷ এই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ আবাস দুর্নীতি নিয়ে সরেজমিনে তদন্তে পূর্ব মেদিনীপুরের পর মালদাতেও পৌঁছল কেন্দ্রীয় দল (Central Teams to Visit in Malda)৷

Awas Yojana Scam
মালদায় কেন্দ্রীয় দল

By

Published : Jan 6, 2023, 1:03 PM IST

আবাস দুর্নীতি, এবার মালদায় পৌঁছল কেন্দ্রীয় দল

মালদা, 6 জানুয়ারি:পূর্ব মেদিনীপুরের পর মালদা ৷ আবাস যোজনার দুর্নীতি নিয়ে (Awas Yojana Scam) তদন্তে মালদায় এসে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ গতকাল রাতে কেন্দ্রের তিনজনের প্রতিনিধি দল মালদায় এসে পৌঁছেছে ৷ রাতে তাঁরা জেলাশাসক-সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন ৷ শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন তাঁরা (Central Teams to Visit in Malda)৷ কথা বললেন গ্রামবাসীদের সঙ্গেও ৷ জেলা প্রশাসন সূত্রে তেমনটাই জানা গিয়েছে ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় আবাস যোজনায় এই জেলার 15টি ব্লক থেকেই দুর্নীতির প্রচুর অভিযোগ উঠেছে ৷ এই প্রকল্পে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গেলেও এখনও প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ৷ অনেক জায়গায় এই প্রকল্পের সার্ভে করতে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন সরকারি কর্মীরা ৷ এমনকী গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস ঘোরাও করে বিক্ষোভের ঘটনাও ঘটেছে ৷ এই প্রকল্পে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠেছে মানিকচক ও পুরাতন মালদা ব্লকে ৷

আরও পড়ুন:প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

মানিকচকের দু'টি ও পুরাতন মালদার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একজন উপভোক্তাদের নামও আবাস যোজনার তালিকায় ওঠেনি ৷ এই ঘটনায় শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি সরাসরি প্রশাসনের দিকে অভিযোগের অঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের জেলা সফরের দিকে নজর রাখছে জেলা প্রশাসনও ৷ সন্ত্রস্ত ব্লকগুলির প্রশাসনও ৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে কেন্দ্রীয় দলের এই সফর এবং তাদের রিপোর্ট রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশাসনকেও ঝামেলায় ফেলতে পারে? প্রশ্ন সরকারি আধিকারিকদেরই ৷

কেন্দ্রীয় এই প্রকল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতে জেলায় এসে পৌঁছেছেন ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিং ও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা ৷ তবে রাতে জেলা প্রশাসনের বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের কোনও সদস্য সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি ৷ আজ তাঁরা আরও কোন কোন এলাকা পরিদর্শনে যাবেন, তা নিয়েও গতকাল তাঁরা কাউকে কিছু জানাতে চাননি ৷ এতে প্রশাসনের চিন্তা আরও বেড়েছে ৷

আরও পড়ুন:আবাস যোজনায় দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

এদিন শুক্রবার সকাল সাড়ে 10টা নাগাদ ওই দলটি প্রথমে গিয়েছে কালিয়াচক 3 নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ ওই পঞ্চায়েতের বঞ্চিত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করছেন দলের সদস্যরা ৷ কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে ৷ তাঁদের আবাস যোজনা সংক্রান্ত যাবতীয় কাগজপত্রও খতিয়ে দেখছেন৷ শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এই প্রকল্পে অযোগ্য, অথচ তালিকায় নাম থাকা উপভোক্তাদের বাড়িতেও তদন্তে যাচ্ছেন তাঁরা ৷ তদন্ত চালানো হচ্ছে পঞ্চায়েত দফতরেও ৷

ABOUT THE AUTHOR

...view details