পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচক থেকে উদ্ধার কার্তুজ ও আগ্নেয়াস্ত্র, ধৃত ১ - মালদা

লোকসভা ভোটের আগে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মালদার কালিয়াচকের ঘটনা।

উদ্ধার হওয়া কার্তুজ

By

Published : Mar 15, 2019, 12:48 PM IST

মালদা, ১৫ মার্চ : সামনে লোকসভা ভোট। আর তার আগে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র। মালদার কালিয়াচকের ঘটনা।

ধৃতের নাম সিকিম শেখ। সে কামাত গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকার কামাত গ্রামে অভিযান চালায় পুলিশ। কালিয়চক থানার IC আশিস দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সিকিমের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে ২১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয় ওই অস্ত্র কারবারীকে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হবে।

জানা গেছে, সিকিম মূলত কার্তুজ বিক্রির ব্যবসা করে। তার সঙ্গে কালিয়াচকের মোজমপুরের অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে। সে কোথা থেকে ওই কার্তুজ এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করত তা জানতে ধৃতকে দফায় দফায় জেরা করছে কালিয়াচক থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details