পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক মাসের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়ি

Sreerupa Mitra Chaudhury: দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি ৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে ৷

ETV Bharat
দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়ি

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 11:01 PM IST

শ্রীরূপা মিত্র চৌধুরীর বক্তব্য

মালদা, 17 নভেম্বর:ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি ৷ গত একমাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে ৷ দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে নানা মত উঠতে শুরু করেছে ৷

গত 27 অক্টোবর রাতে দলীয় কর্মীদের সঙ্গে বিজয়া সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল এই বিধায়কের গাড়ি । সেই সময় সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছিল ৷ পুলিশি অভিযোগে শ্রীরূপাদেবীর আইনজীবী জানিয়েছিলেন, মানিকচক থেকে ফেরার সময় হঠাৎই পিছন থেকে মোটরবাইক এসে বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে । গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় । শ্রীরূপাদেবীর নিরাপত্তারক্ষীরা মোটরবাইকটি আটকে পুলিশকে খবর দেন ।

সেই ঘটনার 20 দিনের মাথায় ফের বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ শ্রীরূপাদেবী এই প্রসঙ্গে বলেন,“গতকাল রাত পৌনে দশটা নাগাদ আমি মানিকচকের দিক থেকে ইংরেজবাজারে আসছিলাম ৷ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটি কালো গাড়ি আমার গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে ৷ আমার গাড়ির ডানদিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ৷ গাড়ি থেকে নেমে দেখতে পাই, ওই কালো রংয়ের ঘাতক গাড়িতে নীল রংয়ের বোর্ড রয়েছে ৷ সেই বোর্ডে লেখা রয়েছে টিএমসি চেয়ারম্যান ৷ তদন্ত করে জানতে পারলাম গাড়িতে ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অমৃতি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান ৷ এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ৷ গত একমাসের মধ্যে এনিয়ে দ্বিতীয় বার আমার গাড়িতে ধাক্কা মারার ঘটনা ঘটল ৷ ইংরেজবাজার থানায় বিষয়টি আমরা লিখিতভাবে জানিয়েছি ৷”

উল্লেখ্য, গোটা ঘটনার পিছনে লোকসভা নির্বাচনের যোগ থাকলেও থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ গত লোকসভা নির্বাচনে শ্রীরূপাদেবী দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন ৷ বর্তমান সাংসদ আবুহাসেম খান চৌধুরির কাছে কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি ৷ গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হারিয়ে বিধায়ক হন শ্রীরূপাদেবী ৷ আগামী লোকসভা নির্বাচনেও দক্ষিণ মালদা কেন্দ্র থেকে ইংরেজবাজারের বিজেপির বিধায়কের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভবনা দেখছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে প্রবল হচ্ছে শাসকের গোষ্ঠী কোন্দল, ক্ষুব্ধ অর্জুনও

হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

ABOUT THE AUTHOR

...view details