পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রতুয়ায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ ব্যবসায়ী

বাড়ি ফিরছিলেন ওই ট্র্যাক্টর ব্যবসায়ী ৷ সঙ্গে অনেক টাকা ছিল ৷ দুষ্কৃতীরা হঠাৎ গুলি করে পালিয়ে যায় ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ কে বা কারা কেন গুলি করল জানতে তদন্ত করছে পুলিশ ৷

আহত লাল মহম্মদ
আহত লাল মহম্মদ

By

Published : Jul 18, 2021, 10:26 AM IST

মালদা, 18 জুলাই : কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক ট্র্যাক্টর ব্যবসায়ী । ঘটনাটি আশুটোলা এলাকার ৷ এতে চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বর্তমানে ওই ব্যবসায়ী মালদা সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন : Maheshtala Rape : মহিলাকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুনের চেষ্টা, উত্তেজনা মহেশতলায়

গুলিবিদ্ধ ট্র্যাক্টর ব্যবসায়ীর নাম লাল মহম্মদ (37) । বাড়ি রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের আশুটোলা এলাকায় । জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল সন্ধেয় তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন । আশুটোলার কাছে আসতেই কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । গুলি লাগে তাঁর ডান পায়ে । গুলির শব্দে অঞ্চলের বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা । স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা সদর হাসপাতালে ভর্তি করেন । লাল মহম্মদের ভাইপো আসিদুর রহমান বলেন, "কাকা আজ সন্ধেয় কাহালার বাগান দিয়ে বাড়ি ফিরছিল । সেই সময় কে বা কারা গুলি চালিয়েছে, তা বোঝা যায়নি । কাকাও দেখতে পায়নি ৷ কাকার সঙ্গে অনেক টাকা ছিল, কিন্তু দুষ্কৃতীরা টাকাও নেয়নি ।"

রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ জমা পড়েনি । তবে গুলির খবর জানতে পেরে তদন্ত শুরু করেছে পুলিশ । লাল মহম্মদের অতীত খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে । তবে পুলিশি অভিযোগ না হওয়ায় ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি পুলিশ আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details