পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিএমসিপি নেতার দাদাগিরি ! মমতার সফরের মুখে অস্বস্তিতে দল - assembly election 2021

টিএমসিপি নেতার দাদাগিরির অভিযোগ, বাসকর্মীদের গালিগালাজ ও মারধর ৷ প্রতিবাদে বাস ধর্মঘট চাঁচলে ৷ মমতার সফরের মুখে অস্বস্তিতে দল ৷

টিএমসিপি নেতার দাদাগিরি! মমতার সফরের মুখে অস্বস্তিতে দল
টিএমসিপি নেতার দাদাগিরি! মমতার সফরের মুখে অস্বস্তিতে দল

By

Published : Feb 10, 2021, 10:14 AM IST

মালদা, 10 ফেব্রুয়ারি : তৃণমূল সুপ্রিমোর সভার কয়েক ঘণ্টা আগে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতির বিরুদ্ধে বাস চালককে মারধরের অভিযোগ উঠল মালদায় ৷ অবিলম্বে ওই ব্লক সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মালদা-চাঁচল রুটের বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান চালকরা ৷ এই ঘটনায় উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব ৷ অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন আইএনটিটিইউসি-র চাঁচল 1 নম্বর ব্লকের সভাপতি দেবব্রত সিংহ ৷

আজ দুপুরে মালদা শহরে জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগেই তৃণমূল কর্মীদের মনোবল বৃদ্ধি করতে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় ৷ সেই মিছিলে যোগ দিতে এসেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ৷ মিছিলে যোগ দেন জেলার ব্লকস্তর থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ৷

অভিযোগ, সভায় যোগ দেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা একটি বাস ভাড়া করেছিলেন ৷ সমস্ত কর্মীকে নিয়ে ওই বাসে মালদা শহরে আসার কথা ছিল ৷ কিন্তু ব্লক সভাপতি ওই বাসটিকে ব্লকের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে টিএমসিপি কর্মীদের তোলেন ৷ পরে বাসের ভাড়া চাইতেই ব্লক সভাপতিসহ তৃণমূল কর্মীরা বাসের চালক ও খালাসিকে গালিগালাজ করতে থাকে ৷ প্রতিবাদ করায় বাসের খালাসি নবীন মণ্ডলকে মারধর করে ।

কী অভিযোগে বাস পরিষেবা বন্ধ মালদায় । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

এই ঘটনার প্রতিবাদে গতকাল মালদা-চাঁচল রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ করে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচল বাস ওনার্স ও কনডাক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৷ আক্রান্ত খালাসি বলেন, “ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল থেকে মালদা শহর পর্যন্ত সাড়ে 7 হাজার টাকায় বাস ভাড়া করেছিল ৷ কিন্তু ভিঙ্গোলের বদলে ব্লকের ভিতরে প্রায় 40 কিলোমিটার নিয়ে গিয়ে কর্মীদের বাসে তোলেন ৷ বাস ভাড়ার সাড়ে সাত হাজার টাকা চাইলে আমাকে ওরা মারধর করে ৷ গাড়ির চালকের পাশাপাশি আমাকে প্রাণনাশের হুমকি দেয় । পাশাপাশি বাসের চাবি কেড়ে নেওয়া হয় ৷ শুধু আমাদের নয়, পুরো ইউনিয়নকে গালিগালাজ করে ৷ এরই প্রতিবাদে আমরা মালদা-চাঁচল রুটের সমস্ত বাস চলাচল বন্ধ রেখেছি ৷ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷”

বিষয়টি কার্যত মেনে নিয়েছেন আইএনটিটিইউসি’র চাঁচল 1 ব্লকের সভাপতি ৷ তিনি বলেন, “আমি বাস বন্ধ থাকার খবর পেয়ে স্ট্যান্ডে গিয়ে বিষয়টি জানতে পারি ৷ হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা বাসের এক খালাসিকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে ৷ একজন ব্লক সভাপতির কাছে এই ব্যবহার কাম্য নয় ৷ বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ তবে বাসকর্মীদের সঙ্গে কথা বলে আগামীকাল তৃণমূল সুপ্রিমোর সভার দিনে বাস চলাচলের জন্য রাজি করানো হয়েছে ৷ তৃণমূলের সমস্ত সংগঠনের কাছে অনুরোধ বিষয়টি নিয়ে যাতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয় ৷”

ABOUT THE AUTHOR

...view details