মালদা, 10 মে : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাস (Bus Accident)। ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন 6 জন । মঙ্গলবার ঘটনাটি ঘটে কালিয়াচকের সুলতাননগর এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে হাওড়া যাচ্ছিল । সকালে কালিয়াচকের সুলতাননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । আহত হন বাসে থাকা প্রায় 30 জন যাত্রী । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় 6 জন যাত্রীকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাতপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন সুজিত আক্তার, নূরী খাতুন, শাহনাজ পারভীন, সুমন বিশ্বাস । বাকি দুই আহতের নাম এখনও জানা যায়নি ।