হরিশ্চন্দ্রপুর, 20 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তবে এখানে এসে যে মানুষের ক্ষোভের মুখে যে পড়তে হতে পারে, তা হয়তো আগে থাকতে অনুমান করেছিলেন সদস্যরা ৷ কিন্তু মানুষ নয়, এবার খ্যাপা মোষের তাড়া খেতে হল তাঁদের ! হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে মালদায় ৷ বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের ভালুকা বাজারে মোষ তাড়া করে কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যদের ৷ যদিও এই ঘটনায় সদস্যেদের কেউ আহত হননি ৷ পুলিশ-সিভিককর্মীদের সঙ্গে স্থানীয় মানুষজন দৌড়ে গিয়ে ওই মোষটিকে নিজেদের আয়ত্তে আনেন (Central Team investigates PMAY in Harishchandrapur Malda) ৷
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তদন্তে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দলের দুই সদস্য ৷ এর আগে বুধবারাও গিয়েছিলেন ওই এলাকায় ৷ কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় । সে সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরদিন ফের ওই এলাকায় তদন্তে যাবেন ৷ সেইমতো বৃহস্পতিবারও ভালুকা বাজারে যান কেন্দ্রীয় দলের সদস্যরা ৷ নাম ধরে বাড়ি বাড়ি ঢুকে কারা বাড়ি পেয়েছেন, কারা পাননি তা শুরু করেন তাঁরা ৷
হাতে আসা তথ্য় দেখে চোখ কপালে ওঠে প্রতিনিধি দলের ৷ দেখা যায়, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তণমূলের প্রার্থী কৈলাশ মাঝির নাম আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় জ্বলজ্বল করছে ৷ এদিকে তাঁর বেশ বড়সড়ো পাকা বাড়ি রয়েছে ৷ তাঁর স্ত্রীর সাফাই, আবাস যোজনার তালিকায় তাঁর স্বামীর নাম উঠেছিল ৷ কিন্তু পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷