মালদা, 21 অক্টোবর : পুজোর আগে ফের সীমান্তে পাচার রুখে দিল BSF । মালদায় ফেনসিডিল পাচারের চেষ্টা রুখল BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে 408টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল ।
মালদায় ফেনসিডিল পাচারের চেষ্টা রুখল BSF - পাচারের চেষ্টা রুখে দিল BSF
ফেনসিডিল পাচারের চেষ্টা রুখে দিল BSF । উদ্ধার 408টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ।
BSF-এর তরফে জানানো হয়েছে, গতরাতে শ্মশানী BoP-তে কর্মরত জওয়ানরা কয়েকজন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখে তাড়া করেন । জওয়ানদের আসতে দেখে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 408টি ফেনসিডিলের বোতল । উদ্ধার হওয়া ফেনসিডিলগুলি কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
BSF-এর তরফে আরও জানানো হয়েছে, "চলতি বছরে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা 2 লাখ 37 হাজার ফেনসিডিল, 4 হাজার 493টি গোরু ও 1 হাজার 946 কেজি গাঁজা উদ্ধার করেছে । BSF-এর জ়িরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । ব্যাটেলিয়নের জওয়ানরা নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছেন ।"