পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্ত দিয়ে রুপো পাচারের চেষ্টা, বানচাল করল বিএসএফ - রুপোর গয়না

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভোর রাতে মালদা জেলার আলিপুর বিওপিতে কর্তব্যরত 44 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একজনকে সন্দেহজনকভাবে কাঁটাতারের দিকে এগোতে দেখে। জওয়ানরা ধাওয়া করতেই ওই ব্যক্তি কাঁটাতারের দিকে একটি ব্যাগ ছুড়ে দিয়ে জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

bsf_recovered_silver_ournaments_in_india_bangladesh_border_during_their_petroling_in_malda
ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে রুপো পাচারের চেষ্টা, উদ্ধার লক্ষাধিক টাকার রুপোর গয়না

By

Published : Jan 26, 2021, 11:33 AM IST

মালদা, 26 জানুয়ারি : আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি চোরাচালান রুখে দিল বিএসএফ ৷ এবার বাংলাদেশে রুপো পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ৷ প্রায় 7 কেজি 130 গ্রাম রুপো বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি ৷

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভোর রাতে মালদা জেলার আলিপুর বিওপিতে কর্তব্যরত 44 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একজনকে সন্দেহজনকভাবে কাঁটাতারের দিকে এগোতে দেখে। জওয়ানরা ধাওয়া করতেই ওই ব্যক্তি কাঁটাতারের দিকে একটি ব্যাগ ছুড়ে দিয়ে জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে জওয়ানরা ওই ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ থেকে আরও ছোটো পাঁচটি ব্যাগ উদ্ধার হয়। প্রতিটি ব্যাগে রুপোর গয়না ছিল। ব্যাগ থেকে 236 জোড়া পায়ের তোড়া, 3টি গলার হার ও 10টি ঘুঙরু উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া রুপোর গয়নার আনুমানিক বাজার মূল্য 5 লাখ 16 হাজার 925 টাকা।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের জালে 36টি গোরুসহ পাকড়াও গোরু পাচারকারী

বিএসএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া রুপোর গয়নাগুলি কাস্টমস অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের জওয়ানরা পাচারচক্র রোধে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে বলেও বিএসএফের তরফে জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details