মালদা, 19 নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে লক্ষাধিক টাকার মাদক ইয়াবা ট্য়াবলেট বাজেয়াপ্ত করলো BSF. বৃহস্পতিবার মাদক ইয়াবাগুলি উদ্ধার হয় মালদার মহদিপুর BOP এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ বাজেয়াপ্ত হওয়া ইয়াবাগুলি ইংরেজবাজার থানার হাতে তুলে দিয়েছে BSF.
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক ‘ইয়াবা’ - BSF
BSF-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, মহদিপুর BOP এলাকায় মাদক জাতীয় দ্রব্য় লুকানো রয়েছে ৷ সেই তথ্য়ের ভিত্তিতে 24 নম্বর ব্য়াটেলিয়নের জওয়ানরা মহদিপুর BOP এলাকায় তল্লাশি চালায় ৷ তবে, সীমান্তবর্তী এলাকায় তেমন কিছু খুঁজে পাননা BSF জওয়ানরা ৷
BSF-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, মহদিপুর BOP এলাকায় মাদক জাতীয় দ্রব্য় লুকানো রয়েছে ৷ সেই তথ্য়ের ভিত্তিতে 24 নম্বর ব্য়াটেলিয়নের জওয়ানরা মহদিপুর BOP এলাকায় তল্লাশি চালায় ৷ তবে, সীমান্তবর্তী এলাকায় তেমন কিছু খুঁজে পাননা BSF জওয়ানরা ৷ তবে, সেখান থেকে তাঁরা যখন ফিরে আসছিলেন, তখনই একটি মোবাইল ফোন বেজে ওঠে ৷ সেই আওয়াজকে অনুসরণ করে কাঁটা তারের পাশে ঝোপ থেকে একটি ব্ল্য়াক টেপ জড়ানো মোবাইল উদ্ধার করে ৷ তার সঙ্গেই ইয়াবা ট্য়াবলেটের প্য়াকেট উদ্ধার করে BSF জওয়ানরা ৷ সেই প্য়াকেট থেকে 320টি ইয়াবা ট্য়াবলেট পাওয়া গেছে বলে BSF-র তরফে জানানো হয়েছে ৷
BSF-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা । উদ্ধার হওয়া মোবাইলের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা । মোবাইলে ব্যবহার করা সিম ভারতের বলে জানা গিয়েছে । তবে সেই নম্বরের আউট গোয়িং বন্ধ করা ছিল । উদ্ধার হওয়া মাদক ও মোবাইল ফোন ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।