মালদা, 7 এপ্রিল : সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিলেন BSF জওয়ানরা ৷ পাশাপাশি দিলেন সামাজিক দূরত্ব ও তার কার্যকারিতার সচেতনতা ৷ কীভাবে নিজেকে ও পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাও বোঝান জওয়ানরা ।
মালদায় সাধারণের মধ্যে মাস্ক বিতরণ BSF-এর
আজ সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নামে BSF - এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । আজ দুপুরে মালদার সুখদেবপুরের একটি রেশনের দোকানে আসা উপভোক্তাদের সামাজিক দূরত্ব কী এবং তা কেন প্রয়োজনীয় তা বোঝান জওয়ানেরা । পাশাপাশি তাদের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয় ।
দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার । বৈদ্যুতিন সংবাদমাধ্যম, মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । আজ সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নামে BSF - এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । আজ দুপুরে মালদার সুখদেবপুরের একটি রেশনের দোকানে আসা উপভোক্তাদের সামাজিক দূরত্ব কী এবং তা কেন প্রয়োজনীয়, বোঝান জওয়ানেরা । পাশাপাশি তাদের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয় । বোঝানো হয় কীভাবে তাঁরা নিজেদের ও পরিবারের লোকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ।
BSF জওয়ানদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ । তাঁদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও মাইকিং করে প্রচার করা হয়ে থাকতে পারে । কিন্তু গ্রামের সকলের বাড়িতে টেলিভিশন নেই । অনেক জায়গায় আবার মাইকিং করাও হয়নি । জওয়ানদের কাছ থেকে তাঁরা কোরোনা মোকাবিলার পদ্ধতি শিখেছেন । ভবিষ্যতে তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করবেন । পরিবারের সকলকেও বিষয়টি বোঝাবেন ।