পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচার হওয়ার আগেই গরু সহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল BSF - বিএসএফ

উদ্ধার হওয়া দুটির গরুর বাংলাদেশের বাজারে আনুমানিক মূল্য 80 থেকে 90 হাজার টাকা ।

BSF
BSF

By

Published : Sep 22, 2020, 7:12 PM IST

মালদা, 22 সেপ্টেম্বর : বিপুল পরিমাণ ফেন্সডিলের পর এবার গরু পাচার রুখল BSF । সোমবার রাতে পাচার হওয়ার আগেই দুটি গোরু সহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে জওয়ানরা । উদ্ধার হওয়া গরু ও দুই বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।

BSF - এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ বামনগোলার আদাডাঙার BOP - তে কর্মরত জওয়ানরা কয়েকজন পাচারকারীকে গরু নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখে । ধাওয়া করে ওই দুই পাচারকারীকে আটক করে দুটি গরু উদ্ধার করে জওয়ানরা । বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় । উদ্ধার হওয়া দুটির গরুর বাংলাদেশের বাজারে আনুমানিক মূল্য 80 থেকে 90 হাজার টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত সাদাম হুসেন ও ফারুক হুসেন নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেয় । তারা বাংলাদেশের নওগাঁও জেলার বাসিন্দা ।

জিজ্ঞাসাবাদে ধৃতরা আরও জানায়, গত 20 সেপ্টেম্বর রাতে তারা 5 জন BOP টিকাপাড়া ও পন্নপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে । এরপর তারা বামনগোলা থানার অন্তর্গত পাকুয়ার আলান্দার গ্রামের আকাশ হালদার নামে এক যুবকের বাড়িতে ওঠে । গতকাল ভারতীয় গরু পাচারকারীরা তাদের গরু হস্তান্তর করে । সেই গরুগুলি বাংলাদেশের নওগাঁওয়ের মহাবুর নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ ছিল ।

BSF - এর পক্ষ থেকে আরও জানানো হয়, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধার হওয়া দুটি গরু ও ধৃতদের বামনগোলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । জওয়ানরা সেই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details