মালদা, 22 সেপ্টেম্বর : বিপুল পরিমাণ ফেন্সডিলের পর এবার গরু পাচার রুখল BSF । সোমবার রাতে পাচার হওয়ার আগেই দুটি গোরু সহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে জওয়ানরা । উদ্ধার হওয়া গরু ও দুই বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।
BSF - এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ বামনগোলার আদাডাঙার BOP - তে কর্মরত জওয়ানরা কয়েকজন পাচারকারীকে গরু নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখে । ধাওয়া করে ওই দুই পাচারকারীকে আটক করে দুটি গরু উদ্ধার করে জওয়ানরা । বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় । উদ্ধার হওয়া দুটির গরুর বাংলাদেশের বাজারে আনুমানিক মূল্য 80 থেকে 90 হাজার টাকা । জিজ্ঞাসাবাদে ধৃত সাদাম হুসেন ও ফারুক হুসেন নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেয় । তারা বাংলাদেশের নওগাঁও জেলার বাসিন্দা ।