পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Brown Sugar Recovered: দু'কোটি টাকার ব্রাউন সুগার-সহ কালিয়াচকে গ্রেফতার দুই

পাচারের আগেই ফের ব্রাউন সুগার-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ (Brown Sugar Recovered in Kaliachak, Malda)৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ 11 কেজি 590 গ্রাম ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 12 লক্ষ টাকা 2। অন্যদিকে, ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আরও এক ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 305 গ্রাম ব্রাউন সুগার ৷

Brown Sugar Recovered
ব্রাউন সুগার সহ কালিয়াচকে গ্রেফতার দুই

By

Published : Jan 29, 2023, 10:54 PM IST

মালদা, 29 জানুয়ারি:দু'কোটি টাকার ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে রবিবার 14 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার আরও এক ব্যক্তি (2 Accused Arrested in Brown Sugar Recoverey incident)।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কালিয়াচক থানার পুলিশ রামনগর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী চৈতন্য মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 11 কেজি 590 গ্রাম ব্রাউন সুগার। চৈতন্য মণ্ডলের শোবার ঘরে উদ্ধার হওয়া মাদক পাওয়া গেলেও সেই ঘরে ছিল সীতেশ মণ্ডল নামে এক ব্যক্তি। কালিয়াচক থানার পুলিশ তখনই গ্রেফতার করে সতীশকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সতীশ জানিয়েছে, স্থানীয় কিছু ব্যক্তিদের সঙ্গে একত্রিত হয়ে তারা মাদকের কারবার চালাত।

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকা থেকে 305 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ওহিদুর মোমিন (28)। বাড়ি কালিয়াচকের যদুপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে গাজোলে নিয়ে যাচ্ছিল। এই ঘটনার সঙ্গে কালিয়াচকের মাদক উদ্ধারের ঘটনার যোগ থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ ৷ এনিয়ে, জেলা পুলিশ সুপার প্রদীরকুমার যাদব জানান, 11 কেজি 590 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা। তবে বিদেশে এই মাদকের মূল্য প্রায় 12 কোটি টাকা।

আরও পড়ুন:12 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ শিলিগুড়িতে গ্রেফতার 2

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি মাদকের ব্যবসার কথা স্বীকার করেছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। ধৃতকে জেরা করে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে। ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে পেল তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে এদিন 14 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, ইংরেজবাজারের রথবাড়িতে ব্রাউন সুগার-সহ যে যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকেও পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধৃত ব্যক্তি বাহকের কাজ করত সে। দু'টি ঘটনার মধ্যে যোগ থাকলেও থাকতে পারে। তবে এনিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

ABOUT THE AUTHOR

...view details