মালদা, 30 এপ্রিল : লকডাউনেও চলছে মাদক পাচারচক্র । আজ ভোরে মালদার 18 মাইলের টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে 1 কেজি 100 গ্রাম ব্রাউন সুগার সহ 2 জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ।
বৈষ্ণবনগরে ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 2 - মালদা
লকডাউনেও সক্রিয় মাদক পাচারচক্র । 1 কেজি 100 গ্রাম ব্রাউন সুগার সহ 2 জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন । লকডাউন বজায় রাখতে তৎপর রয়েছে পুলিশ । সেই সুযোগকে কাজে লাগিয়ে মাদক পাচারের চেষ্টা করছে পাচারকারীরা । আজ ভোরে বৈষ্ণবনগর থানার পুলিশ 18 মাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি স্কুটি আটকে তল্লাশি চালায় । উদ্ধার হয় 1 কেজি 100 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় এক মহিলা ও এক যুবককে । ধৃতদের হেপাজত থেকে দুটি মোবাইল ফোন ও নগদ 400 টাকাও বাজেয়াপ্ত করে পুলিশ ।
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাজমা বিবি ও শামীম শেখ। নাজমার বাড়ি কালিয়াচকের দালাল মোড়ে। শামীম কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার মুর্শিদাবাদে পাচার করার চেষ্টা করছিল । তাদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ।