মালদা, 2 ফেব্রুয়ারি: 33 লক্ষ 3 হাজার 100 টাকা-সহ দুই ভাইকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ (2 Brothers Arrested of Drug Dealing)। উদ্ধার হওয়া টাকা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে দাবি জেলা পুলিশের । বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় । জেলা পুলিশের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ইব্রাহিম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারের সঙ্গে যুক্ত । মাদক কারবারের এই টাকা ইব্রাহিম নিজের খুড়তুতো ভাইদের বাড়িতে রাখত । সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর এলাকায় হানা দেয় এদিন।
ইব্রাহিমের খুড়তুতো দুই ভাই জসিমুদ্দিন আহমেদ ওরফে আলম ও রবিউল ইসলাম ওরফে রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 33 লক্ষ 3 হাজার 100 টাকা । গ্রেফতার করা হয় দুই ভাইকে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 27A/29 এনডিপিএস আইনে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে । এই মামলা রুজু হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধেও । তার নামে আগেও একাধিক মামলা রয়েছে । তবে ধৃতদের সঙ্গে সরাসরি মাদক কারবারের যোগ রয়েছে কিনা তা পুলিশের তরফে এখনও জানানো হয়নি ।