মালদা, 9 জানুয়ারি : কিছুদিন আগেই মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস ৷ এবার 2017 সালের একটি পুরোনো মামলায় দীপালিদেবীর ভাইকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম মৃত্যুঞ্জয় গোলদার ৷ তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের একটি বেসরকারি সংস্থার পোলট্রি ফার্মের কর্মী হিসাবে গাজোলে কর্মরত ছিলেন ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে গাজোল থানায় 14 লাখ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করে সেই সংস্থা ৷
বৃহস্পতিবার গভীর রাতে গাজোলের নয়াপাড়ার বাড়িতে হানা দিয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করে গাজোল থানার পুলিশ ৷ যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দীপালিদেবী ৷ তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে ৷ শুক্রবার জেলা আদালতের মাধ্যমে ধৃতকে তিনদিনের হেপাজতে নিয়েছে গাজোল থানার পুলিশ ৷
গাজোল থানার পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের লখনউয়ের একটি পোলট্রি ফার্ম সংস্থার গাজোল ডিপো ম্যানেজার হিসাবে কাজ করতেন মৃত্যুঞ্জয় ৷ ওই সংস্থার তরফে 2017 সালে তাঁর বিরুদ্ধে গাজোল থানায় মুরগির খাবারের ব্যবসার 14 লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু টানা তিন বছর তিনি গা ঢাকা দিয়ে ছিলেন ৷ অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ জেরার জন্য জেলা আদালতের মাধ্যমে তাঁকে তিনদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে ৷