মালদা, 27 অক্টোবর: ভাইফোঁটার সকালে দিদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ভাইয়ের ৷ গুরুতর আহত আরেক ভাই ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা এলাকার নিত্যানন্দপুরে ৷ মৃতের নাম অঙ্কুশ মণ্ডল(26) ৷ খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বছর চব্বিশের শেখর মণ্ডলও ৷
দু'জনেরই বাড়ি ইংরেজবাজার থানার গোঁসাইপুরে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাইফোঁটা নিতে দিলালপুর এলাকায় দিদির বাড়ি গিয়েছিলেন অঙ্কুশ ও শেখর ৷ বৃহস্পতিবার সকালে দিদির বাড়ি থেকে বাইকে করে ফিরছিলেন দুই ভাই ৷ নিত্যানন্দপুর এলাকায় রাস্তার জমে থাকা জলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দুই ভাই ৷ তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা অঙ্কুশকে মৃত বলে ঘোষণা করেন ৷