পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Accident: বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ভাই-বোন, গুরুতর আহত 12 - Brother And Sister Died in Road Accident

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোন ৷ গুরুতর আহত হএকই পরিবারের প্রায় 12-13 জন ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আদমপুর এলাকায় (Brother And Sister Died in Road Accident) ৷

Malda Accident
বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ভাই-বোন

By

Published : Nov 26, 2022, 11:33 AM IST

Updated : Nov 26, 2022, 12:55 PM IST

মালদা, 26 নভেম্বর: বিয়ে বাড়িতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের (Brother And Sister Died in Road Accident) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের 12-13 জন সদস্য ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় ৷

মৃত ভাই ও বোনের নাম অসীম সরকার (40) ও ছবি কর্মকার (45) ৷ বাড়ি হবিবপুরের আইহো ফিল্ডপাড়া এলাকায় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল অটোয় করে পুরাতন মালদার কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা ৷

মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় আইহো থেকে মালদা শহরের দিকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ওই অটো ধাক্কা মারে ৷ সংঘর্ষে ঘটনাস্থলে উলটে যায় অটোটি ৷ কমবেশি আহত হন অটোয় থাকা সকলেই ৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সকলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন ৷ কর্তব্যরত চিকিৎসকরা দু'জনকে মৃত বলে জানান ৷

বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ভাই-বোন

আরও পড়ুন:40 পুণ্যার্থী নিয়ে বারাণসীতে ডুবে গেল নৌকো

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ ৷ স্থানীয় এক বাসিন্দা দেবনাথ চৌধুরি বলেন, "অটোয় করে প্রায় 14-15 জন বিয়ে বাড়িতে যাচ্ছিলেন ৷ শুনতে পেলাম, একটি পিক আপ ভ্যান অটোটিকে ধাক্কা মারে ৷ অটোর সকলে কমবেশি আহত হয়েছেন ৷ সকলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এই এলাকায় এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটছে ৷ মাস ছয়েক আগেও দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল ৷ দুর্ঘটনার পর পুলিশ আসছে, দু-একদিন থাকছে ৷ কয়েকদিন যেতেই ফের একই অবস্থা ৷ এই দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ মোতায়েন করা উচিৎ ৷" মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পিক আপ ভ্যান অটোতে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Nov 26, 2022, 12:55 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details