মালদা, 15 ডিসেম্বর : দিল্লিতে কৃষকরা আন্দোলন করছে না ৷ আন্দোলন করছে দালালরা ৷ কৃষি আইন তাদের স্বার্থে আঘাত হেনেছে ৷ তাই তারা এভাবে আন্দোলন শুরু করেছে ৷ আজ মালদা শহরে চায়ে পে চর্চায় অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি আজ একাধিক ইশুতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন, ঠিক তখন দিলীপবাবুর এহেন মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আজ মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় চা চক্র অনুষ্ঠানে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি ৷ উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ৷ সেখানে গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূলের যুব নেতা অনন্ত চক্রবর্তী ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু ৷ বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "প্রধানমন্ত্রী দেশের 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে 14 হাজার টাকা করে দিয়েছেন৷ কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা সেই টাকা পাননি ৷ শুধুমাত্র দিদিমণির বিরোধিতার জন্য ৷ অথচ এই টাকা পেলে কৃষকরা পরবর্তী চাষ শুরু করতে পারতেন৷ কেন্দ্রীয় সরকার গত বছরের তুলনায় এবার ধানের সহায়কমূল্য অনেকটা বাড়িয়ে দিয়েছে ৷ কিন্তু এখানে 10 শতাংশের বেশি কৃষক সেই সুবিধে পাননি ৷ বাকি ধান কম দামেই তাঁদের বিক্রি করতে হচ্ছে ৷ এবার আলু বীজের দাম অনেক বেড়ে গিয়েছে ৷ হিমঘরে আলুর বন্ড চাষিরা পায় না ৷ সব দালালরা কিনে নেয় ৷ কেন এমন হবে? কৃষকদের বাঁচাতেই প্রধানমন্ত্রী কৃষি আইন সংশোধন করেছেন ৷ এই আইনে কৃষকরা নিজেদের ইচ্ছে মতো জায়গায় উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে ৷ কিন্তু এই আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"