পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত যুবতি ও তাঁর পরিবার - মদ্যপ প্রতিবেশীর অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করে আক্রান্ত কলেজ ছাত্রী৷ খোদ মালদা শহরের ঘটনা৷

মদ্যপ প্রতিবেশীর অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবতি ৷ আক্রান্ত হয়েছেন তাঁর পরিবারের আরও তিন সদস্য ৷

Boy attacked girl and her family for protesting obscene remarks
অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত যুবতি ও তাঁর পরিবার

By

Published : Oct 30, 2020, 2:10 PM IST

মালদা, 30 অক্টোবর : মদ্যপ প্রতিবেশীর অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবতি ৷ আক্রান্ত হয়েছেন তাঁর পরিবারের আরও তিন সদস্য ৷ মালদা শহরের ঘটনা ৷ ঘটনায় আজ দুপুরে ওই যুবতির মা ওই প্রতিবেশীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ ৷

আক্রান্ত যুবতির নাম পূজা ঘোষ ৷ তিনি মালদা মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী ৷ বাড়ি মালদা শহরের গৌড় রোড এলাকার তালতলায় ৷ তাঁর বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যেই ইংরেজবাজার থানা ৷ পূজার অভিযোগ, ওই এলাকারই এক যুবকের সঙ্গে একটি কারণে কিছুদিন আগে কথা কাটাকাটি হয় ৷ তারই রেশ ধরে গতরাত 12 টা নাগাদ ওই যুবক মদ্যপ অবস্থায় আমাদের উদ্দেশ্য করে অকারণে গালিগালাজ শুরু করে ৷ আমার দাদাকে ডাকে ৷ দাদা ঘরের বাইরে বেরোলে সে দাদাকে মারধর শুরু করে ৷ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আমার মা'ও ৷ চিৎকার চেঁচামেচি শুনে আমি ও আমার বউদি বাইরে বেরোই ৷ ওই যুবককে যেতে বলি ৷ কিন্তু সে আমাদের উপরেও হামলা চালায় ৷ এরপর আজ দুপুরে আমার মা চন্দনা ঘোষ ওই যুবকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুরে এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযুক্তের খোঁজে এলাকায় পুলিশকর্মীরা গেছেন ৷ তবে এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ওই যুবকের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details