মালদা, 31 জানুয়ারি : পুলিশ ক্যাম্পের 100 মিটারের মধ্যে উদ্ধার হল বোমা (Bombs Recovered Near Police Camp in Malda) ৷ মালদার চাঁচলের ঘটনায় চাঞ্চল্য ৷ একটি ব্যাগের মধ্যে বোমাগুলিকে ভরে কেউ বা কারা পুকুরপাড়ে ফেলে রেখেছিল ৷ কারা ওই বোমাগুলি রেখেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চাঁচল থানার কল্কিমোড় এলাকার বাহারবাদ গ্রামে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী ৷ ব্যাগের বাইরে কয়েকটি বোমাও পড়েছিল বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে পাশে একটি প্লাস্টিকের বস্তাও পড়েছিল ৷ ওই পুকুরপাড়ের একশো মিটারের মধ্যে একটি পুলিশ ক্যাম্প রয়েছে ৷ গ্রামবাসীরা সেখানে বিষয়টি জানালে ক্যাম্প থেকে পুলিশ কর্মীরা সেখানে যায় ৷ তবে, অন্ধকার থাকায় সেই ব্যাগ ও বস্তায় হাত দেয়নি পুলিশ ৷ তাঁরা এলাকাটি ঘিরে দেয় ৷