মালদা, 23 এপ্রিল : উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি। গুলিও চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁচলে বোমাবাজি, চলল গুলি - police
মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি। গুলিও চালাল দুষ্কৃতীরা।
বোমাবাজি
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। এসেছে কেন্দ্রীয় বাহিনীও। এলাকা থেকে একটি বোমাও উদ্ধার করেছে পুলিশ।
Last Updated : Apr 23, 2019, 2:10 PM IST