মালদা, 30 জুন: ভোটের মুখে ফের বোমা উদ্ধার মালদায় ৷ এবার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারতটোলা গ্রামে একটি বাঁশঝাড় থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই বাঁশঝাড়ে বোমা তৈরি করা হচ্ছিল ৷ এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কে বা কারা বোমাগুলি ওই স্থানে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ ৷
গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায়শই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে ৷ মাসখানেক আগে শাসকদলের এমনই গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ৷ অনেকে বর্তমানে বিচারাধীন ৷ এবার সেই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা ৷ প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান, ভোটে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বাঁশঝাড়ে বোমা বানানো হচ্ছিল ৷ সেখানে বোমা মজুতও করা হচ্ছিল ৷ জানা যাচ্ছে, বুধবার রাতে দুষ্কৃতীরা তৈরি করা বোমা পরীক্ষা করছিল ৷ তখনই খবর যায় মানিকচক থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ বাঁশঝাড়টি ঘিরে ফেলা হয় ৷ অবশেষে আজ বিকেলে বোম্ব স্কোয়াড এসে সেখান থেকে 11টি তাজা বোমা উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷